নিউজ ডেস্ক: বর্তমানে নানা কারনে যেমন রাত জাগা, মানসিক চাপ ইত্যাদি চোখের নিচের অংশ কালচে হয়ে যাচ্ছে। যা একটি বড় সমস্যার কারন হয়ে দাড়িয়ে বহু মানুষের কাছে। সমস্যা থাকলে তার সমাধানও থাকে।আর এই সমস্যার সমাধান রয়েছে আপনাদের রান্না ঘরেই।এই উপাদানটি হল ঘি যা একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ঘি ডার্ক সার্কেলের সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের বলিরেখাসহ একাধিক সমস্যা দূর করে ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করতে সাহায্য করে।ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে কিভাবে ব্যবহার করবেন ঘি?
ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই থেকে তিন ফোঁটা ঘি আঙুলে নিয়ে চোখের নিচের ত্বকে আলতো করে ম্যাসাজ করে রেখে দিন। তারপরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
ঘি দিয়ে তৈরি করে নিন একটি দুদন্ত ফেসপ্যাক যা ত্বকের মৃত কোষের সমস্যা, ত্বকের তৈলাক্ত ভাব ও ব্রণ ইত্যাদি সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। এরজন্য একটি পাত্রে ঘি ২ চামচ নিয়ে তার মধ্যে বেসন ২ চামচ এবং দুধ ১ চামচ নিয়ে ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। তারপর ওই মিশ্রণটি মুখ এবং গলার ত্বকে লাগিয়ে রেখে দিন শুকিয়ে যাওয়া পর্যন্ত।তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এতে ভালো উপকার পাবেন।
বলিরেখার সমস্যা দূর করতে ঘি ১ চামচ নিয়ে তার মধ্যে মধু ১ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।এরপর ত্বকে লাগিয়ে রেখে দিন ১৫-২০ মিনিটের জন্য।তারপর ধুয়ে ফেলুন।এতে বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।