নিউজ ডেস্কঃ প্রাচীনকালে মুনি ঋষিরা এমন কিছু ফলের সন্ধান দিয়ে গিয়েছিলেন যা একাধিক কঠিন রোগের ওষুধ। আধুনিক প্রযুক্তির যুগে মানুষ সেসব ভুলতে বসেছে। তবে অনেকেরই জানা নেই যে এখনও এমন কিছু সেসব ফল পাওয়া যায় যার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া অথচ একাধিক রোগ খুব সহজে সারাতে পারে।
১) হরিতকি অ্যানথ্রাইকুইনোন থাকার কারনে রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ।কোষ্ঠকাঠিন্য দূর করে হরিতকি।অ্যালার্জি দূর করতে হরিতকি বিশেষ উপকারি।
২) হরিতকি ফুটিয়ে সেই জল খেলে অ্যালার্জি কমে যাবে।
৩) হরিতকির গুড়ো নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকবে।
৪) হরিতকির গুড়ো জলে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
৫) গলা ব্যাথা বা মুখ ফুলে গেলে হরিতকি জলে ফুটিয়ে সেই জল দিয়ে গারগেল করলে আরাম পাবেন।
৬) দাঁতে ব্যাথা হলে হরিতকির গুড়ো লাগান, ব্যাথা দূর হবে।
৭) রাতে শোয়ার আগে অল্প বিট লবনের সঙ্গে ২ গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির গুড়ো মিশিয়ে খান।পেট পরিষ্কার হবে।