নিউজ ডেস্ক: আমের উপকারিতা সম্পর্কে বলার কিছুই নেই কারন আমরা সবাই জানি।কিন্তু আপনারা কি জানেন যে শুধুমাত্র আমের মধ্যেই নয় আমের পাতাতেও রয়েছে একাধিক উপকারী উপাদান।যা একাধিক সমস্যা প্রতিকার হিসাবে কাজ করে।এক ঝলকে দেখে নিন কী কী উপকারিতা রয়েছে আমপাতার মধ্যে?
রক্ত আমাশয়র সমস্যা ভুগছেন? আম পাতা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে খান দিনে দু-তিনবার।এতে আমাশয় সমস্যা হবে দূর এবং ডায়ারিয়ার সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করবে।
আমপাতা শ্বাসকষ্টর মতো সমস্যা থেকে মুক্তি দিতে বিশেষ ভূমিকা পালন করে।তাই এই সমস্ত দূর করতে সকালে চায়ের সঙ্গে আমপাতা মিশিয়ে খান পরপর কয়েকদিন । এতে ভালো উপকার পাবেন।
পেট পরিষ্কার রাখে আমপাতা।আম পাতা আগের দিন রাতে গরম জলে মধ্যে ভিজিয়ে রেখে দিন।তারপরের দিন সকালে ওই জল ছেঁকে খেয়ে নিন। এতে পেট পরিষ্কার হবে।
বর্তমান দিনে নানান কারন অনেকে মানসিক অস্থিরতায় ভোগেন।যার ফলে খুব অল্পতেই মেজাজ হারিয়ে ফেলে।আর এই সমস্যার প্রতিকার রয়েছে আমপাতার মধ্যে। এইজন্য স্নান করার সময় স্নানের জলে কয়েকটি আমের পাতা যোগ করুন। এতে শরীর তাজা থাকবে।
কানের ব্যথার দূর করতে সহায়তা করে আমপাতা।এইজন্য কারোর কানে ব্যথা হয়ে তারা আমের পাতা থেকে এক চামচ রস বের করে তা সামান্য গরম করে নিয়ে কানের ড্রপ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন।
পোড়া হোক বা ক্ষত দূর সরিয়ে তুলতে বিশেষভাবে কার্যকরী আমপাতা। তাই কোথাও পুড়ে বা কেটে গেলে আম পাতার ছাই ওই স্থানে লাগান।এতে দ্রুত শুকিয়ে যাবে ক্ষত।