বেকিং সোডার পাশাপাশি আর কোন জিনিস গুলির ব্যবহারে নখের হলুদ দাগ দূর করা যেতে পারে?

নিউজ ডেস্কঃ সুন্দর,নরম হাত কার না ভালো লাগে ?আর তাই হাতের যত্ন নেওয়ার জন্য বিভিন্ন হ্যান্ড ক্রিম, ময়েশ্চারাইজার ব্যবহার করেন অনেকেই।তবে হাতের এত যত্ন নেওয়া কিন্তু বৃথা যদি আপনার নখ সুন্দর না হয় কারণ, হাতের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে সুন্দর ও আকর্ষনীয় নখের ওপর ।তাই আরো আকর্ষনীয় ভাবে নিজেকে উপস্থাপন করার জন্য হাতের যত্নের সাথে সাথে নখের যত্ন নিতেও ভুলবেন না একদমই ।অনেক সময় দেখা যায় অতিরিক্ত নেইলপলিশ ব্যবহার, রান্না করা বা যত্নের অভাবে নখের রং হলদেটে হয়ে গেছে ।এতে নখের সৌন্দর্য কমে যায় অনেকটাই ।তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া উপায়ে খুব সহজেই নখের হলদে ভাব দূর করতে পারেন আপনি ।

আসুন তা জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে নখের হলুদ দাগ দূর করা যেতে পারে

১। লেবুর রস

লেবুর রসে থাকা এসিড যে কোনরকম  দাগ তুলতে সাহায্য করে অনেকটা।আর নখের হলুদ দাগ ও এর ব্যতিক্রম নয় ।চটজলদি সুন্দর নখ পেতে একটি পাত্রে লেবুর রস বার করে 15 থেকে 20 মিনিট নখ ভিজিয়ে রাখুন তাতে। এরপর উষ্ণ জলে ধুয়ে ফেলুন নখ। প্রথমবার ব্যবহারের পরেই দেখবেন নখের দাগ কমে এসেছে অনেকটা ।নিয়মিত কয়েক দিন ব্যবহার করলে দেখবেন নখের হলদে ভাব সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে।তবে সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি এপ্লাই করবেন না এটি।

২। বেকিং সোডা

নখের হলদে দাগ দূর করার অন্যতম আরেকটি সহজ উপায় হল বেকিং সোডার ব্যবহার করা ।আমাদের প্রায় প্রত্যেকেরই রান্নাঘরে অল্প পরিমাণে হলেও বেকিং সোডা সব সময় উপস্থিত থাকে ।একটি পাত্রে 1 চা চামচ বেকিং সোডা, 2 চামচ অলিভ ওয়েল ও এক চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করে নিন পেস্ট। ব্রাশ দিয়ে নখের ওপর তা লাগিয়ে রাখুন 5 থেকে 10 মিনিট এবং উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন নখ।দেখবেন নখের হলদে দাগ দূর হয়ে গেছে ।

৩। কমলালেবুর খোসা

ত্বকের যত্নে কমলালেবুর খোসার ব্যবহারের কথা আমরা সকলেই জানি। এটি ত্বকের জন্য যেমন উপকারী তেমনি নখের যত্নেও কিন্তু এর ব্যবহার অতুলনীয় । একটি পাত্রে তিন থেকে চার চামচ শুকনো কমলালেবুর খোসা গুড়ো, এক চামচ গ্লিসারিন, এক চামচ অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিন একটি মিশ্রণ ।5 থেকে 10 মিনিট ভালো করে এটি নখে লাগিয়ে অপেক্ষা করুন ।শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন ।পরপর কয়েক সপ্তাহে দুদিন করে এটি ব্যবহার করে দেখুন নখের হলুদ দাগ ধীরে ধীরে চলে তো যাবেই সেইসাথে নখ ও হয়ে উঠবে মজবুত এবং উজ্জল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *