নিউজ ডেস্কঃ গাঁদাল ভারতের সর্বত্র পাওয়া যায়। এটি লতানে গাছ। সাধারণত অন্য গাছ বা বাগানের বেড়ায় এই গাছ হয়। এর লতায় পাতায় বিশ্রি গন্ধ হয়। সেই জন্যে একে পুতিগন্ধাও বলা হয়ে থাকে। এই পাতাটি বিশ্রি গন্ধ হলেও এটি শরীরের পক্ষে খুবই উপকারি। তাই জেনে নিন গাঁদাল পাতার উপকারিতা।
১) গাঁদাল পাতা শরীরে আমদোষে খুবই উপকারি।তাই এই পাতার রস ২-৪ চামচ একটু গরম করে ৯-১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে থোকা থোকা আম পড়া বন্ধ হয়।
২) অনেক সময় দেহের কোন অংশ পঙ্গু হয়ে যায় কিন্তু সেই অঙ্গের স্পর্শ শক্তি থাকে, এক্ষেত্রে গাঁদাল পাতা যদি খাওয়া যায় এবং সেই জায়গায় লাগানো যায় তবে কিছুদিন বাদে সেই জায়গায় আস্তে আস্তে ভালো হয়ে যায়।
৩) গাঁদাল পাতার ঝোল ২-১ টুকরো কাচালঙ্কা দিয়ে রান্না করে খেলে আম অজীর্ণ দোষ চলে যায়।
৪) যদের মল প্রায় শুকনো হয় এবং পেট ফাঁপে তারা যদি প্রতিদিন সকালে ১ চামচ গাঁদাল পাতার রস অল্প লবন মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে ঐ দুটো দোষ চলে যাবে।
৫) খুব ভোরবেলা গাঁদাল পাতার রসের সঙ্গে তেল মিশিয়ে খেলে বাত রোগ সারে।
৬) গাঁদাল পাতার রস ১ চামচ এর সঙ্গে ১ কোয়া রসুন চিবিয়ে খেলে ২-৪ দিনের মধ্যে আমবাতের যন্ত্রণার লাঘব হয়।