সোহিনী সরকারঃ উইনডোজ প্রোডাকশনের ‘ব্রহ্মা জানেন, গোপণ কম্মটি’র ফার্স্টা লুক পোস্টারে ঋতাভরী দশভূজার বেশে ধরা দিয়েছিলেন।এমন লুক নিয়ে সিনেমাপ্রেমীদের মনে ইতিমধ্যে দানা বেঁধেছে নানান প্রশ্ন।
‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র পোস্টার কি নারীদের প্রতি সমাজের দ্বিচারিতার বিরুদ্ধেই সরব হয়েছে এমন প্রশ্ন ও সিনেমাপ্রেমীদের মনে জেগেছে ছবির পোস্টার দেখে।
তবে নবাগত পরিচালক অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা যে বেশ ভিন্নধর্মী হতে চলেছে তা বলা বাহুল্য।
তবে আপাতত দর্শকদের জন্য সুখবর হল উইন্ডোজ প্রোডাকশন আজ ই লঞ্চ করেছে ব্রহ্মা জানেন, গোপণ কম্মটি’র প্রথম গানের টিজার। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সংগীত পরিচালনা আর সুরঙ্গনার গলা দুটোর মিশেল গানটাকে এক আলাদা পর্যায়ে নিয়ে গেছে।টিজারে গানের কটা লাইন ই মনে আলোড়ন তোলার জন্য যথেষ্ট। কিন্ত সব ভালো জিনিস এর মতো এর জন্য ও একটু তো অপেক্ষা করতেই হবে। সুরঙ্গনার গলায় গাওয়া সুন্দর এই গান টা আমাদের সুর ও ভালোবাসায় ভরা এক অন্য জগতে নিয়ে তো যাবেই কিন্ত তার আগে অপেক্ষা আর কিছু ঘন্টার।গানটি রিলিজ করছে আগামীকাল ,11 জানুয়ারি বিকেল 5:30 টায়।
শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থার এই ছবি নিয়ে দর্শকদের আকর্ষণের রয়েছে একাধিক কারণ রয়েছে। ছবির মুখ্য চরিত্রে আছেন ঋতাভরী চক্রবর্তী আর সঙ্গে থাকছেন অভিনেতা সোহম মজুমদার। সংলাপ লিখেছেন মুখার্জীদার বউ-খ্যাত সম্রাজ্ঞী। উইন্ডোজ-এর ব্যানারে এই বছরেই প্রেক্ষাগৃহে আসছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।