নিউজ ডেস্ক – গোটা পৃথিবীতে নানা রঙের সম্ভার রয়েছে। এছাড়াও রামধনুতে রয়েছে সাতটি রং। কিন্তু এত রঙ থাকতেও শুধুমাত্র হলুদ রঙের ব্যবহার করা হয় কেন গাড়ির হেডলাইট গুলিতে! এর উত্তর দিতে গেলে কিছুটা বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন। ছোটবেলায় বিজ্ঞানের পাতায় কমবেশি সকলেই পড়েছে যে রামধনুর সাতটি রং এর মধ্যে একমাত্র হলুদ রং সবচেয়ে প্রখর। অর্থাৎ সব রংকে ভেদ করে যাওয়ার ক্ষমতা রাখে হলুদ।
অন্যদিকে পরীক্ষা করে প্রমাণিত হয়েছে যে কুয়াশাচ্ছন্ন দিনে কুয়াশাকে ভেদ করে রাস্তা দেখাতে সাহায্য করে এই হলুদ আলো। কিন্তু অপর দিকে এল.ই.ডি. বাল্বের আলো সাদা হওয়ায়, সাদা আলো সহজে কুয়াশার সাদা চাদর ভেদ করে রাস্তা দেখার জন্য ততটা কার্যকরী হয়না। তাই আজও এল.ই.ডি. আলো লাগা গাড়িতে আলাদা করে হলুদ রঙের ফোক ল্যাম্প লাগানো হয়।
কুয়াশাচ্ছন্ন রাস্তায় পথ যাতে ভালো ভাবে দেখতে পাওয়া যায় সেই জন্য। তাই বেশিরভাগ গাড়িতে আজও হলুদ রঙের আলোর প্রচলনটাই বেশি।