নিউজ ডেস্কঃ দাঁতে ব্যাথা কমাতে চান! পীঠে ব্যাথা! বা ধরুন মুখের দুর্গন্ধ কমাতে চান! এইসব সমস্যার সমাধান করে দেবে একটুকরো লবঙ্গ। আসলে বাঙালির রান্নায় এমন কিছু উপরকরন আছে যা হয়ত স্বাদে গন্ধে খেয়ে নেওয়া হয়, কিন্তু তার গুন জানা হয়না একাধিক সময়।
দাঁত ব্যাথা করছে? কয়েকটি লবঙ্গ থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন দাঁত ব্যাথার নিশ্চিত উপশম হবে।লক্ষ করলেই দেখবেন বেশিরভাগ টুথপেস্টই লবঙ্গ থাকার দাবী করে ঠিক এই কারনেই।
হাঁটুতে, পিঠে বা হাড়ের কোন জয়েন্টে ব্যাথা? বেশ কিছু লবঙ্গ নিন।সেগুলোকে হালকা আঁচে তাওয়ায় টেলে নিন।এই টেলে নেওয়া লবঙ্গকে কাপড়ে বেধে একটি পুটুলি তৈরি করুন।গরম থাকতে এই পুটুলি দিয়ে আক্রান্ত স্থানে সেঁকে দিন।ব্যাথা কমে যাবে।
বমিভাব দূর করতে গুড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন।আরাম পাবেন।
সাধারন ঠাণ্ডা লাগা হোক কিংবা অ্যাজমা সাইনাস ইত্যাদি সমস্যা দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে।লবঙ্গ জলে ফুটিয়ে চা তৈরি করে নেবেন ঠিক যেভাবে আদা চা তৈরি করেন।
প্রচণ্ড মাথা ব্যাথা করছে? কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড়ে টিস্যুতে নিয়ে কপালের উপর দিয়ে রাখুন।১৫ মিনিট রেখে সরিয়ে ফেলুন। মাথা ব্যাথা কমবে।
মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। কয়েকটি মুখে ফেলে চিবালেই আপনার নিশ্বাস হয়ে উঠবে তরতাজা।
প্রচণ্ডও স্ট্রেস ও উৎকণ্ঠা অনুভব করছেন? এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন।পান করতে পারেন চাও।মেজাজ ফুরফুরে হয়ে উঠবে।
ব্রন দূর করতে লবঙ্গের তুলনা নেয়।লবঙ্গের গুড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রনের উপরে দিয়ে রাখুন।ব্রন দূর হবে।