নিউজ ডেস্ক:- ২১ দিন ধরে একটি বিবাহ চলে। ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। এই দেশের সরকারি নাম রিপাবলিক অফ ইয়েমেন। দেশটি সবথেকে বড় শহর ও রাজধানী হল সানা। দেশটি স্বল্প জনসংখ্যা নিয়ে গঠিত।
ইয়েমেন দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য
- ইয়েমেনের রাজধানী সানা পুরাতন ও সবথেকে উঁচু রাজধানী গুলোর মধ্যে একটি।
- ইয়েমেন এমন একটি দেশ যেখানে একই সঙ্গে দুটি সরকার দেশটিতে চালায়। যার জন্য এই দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এ ছাড়া এদেশে রয়েছে বিভিন্ন জঙ্গী সংগঠন।
- ইয়ামেন দেশে সব থেকে দীর্ঘ সময় ধরে একটি বিবাহ সম্পন্ন হয়। পুরনো রীতি মেনে এই দেশে 21 দিন ধরে একটি বিবাহ চলতে থাকে।
- ইয়েমেন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে লোকতন্ত্র দেখা যায়। দেশটিতে কোন রাজা বাদশা দ্বারা শাসনকার্য পরিচালিত হয় না।
- দেশটির আইন ব্যবস্থা খুবই কঠিন। এখানে যদি কেউ সমকামী হয়ে থাকে বা কোন সমকামী ধরা পড়ে তাহলে তার শাস্তি মৃত্যুদন্ড পর্যন্ত হতে পারে। এছাড়াও এখানে মদ্যপান ও বিনা অনুমতিতে কোন মহিলার ছবি তোলাও দণ্ডনীয় অপরাধ। এমনকি এখানে পুরুষ ও মহিলারা চোখে চোখ রেখে কথা বলতে পারেনা।
- এই দেশে আসা বিদেশী মহিলাদের এখানকার পোশাক পরার জন্য প্রস্তাব দেওয়া হয়। এই দেশের টাইট প্যান্ট এবং শার্ট জামা পরার কোন চলন নেই।
- ইয়ামেন একটি গরিব দেশ। এখানকার জন্ম নেওয়া শিশুদের অধিকাংশ ওই প্রায় অপুষ্টির শিকার হয়ে থাকে।
- এটি একটি মুসলিম দেশ এবং এখানে বেশ্যবৃত্তি অবৈধ হওয়া সত্ত্বেও বহু সংখ্যক মহিলারা দারিদ্রতার কারণে এই কাজটি করে থাকে।
- একসময় ইয়ামেন ধনী দেশ ছিল কিন্তু কোন প্রকার প্রাকৃতিক সম্পদ না থাকায় এটি সবথেকে গরীব মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে।