ইয়ামেন ধনী দেশ ছিল কিন্তু কোন প্রকার প্রাকৃতিক সম্পদ না থাকায় সবথেকে গরীব মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে। ইয়েমেনের অজানা কিছু তথ্য

নিউজ ডেস্ক:- ২১ দিন ধরে একটি বিবাহ চলে। ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। এই দেশের সরকারি নাম রিপাবলিক অফ ইয়েমেন। দেশটি সবথেকে বড় শহর ও রাজধানী হল সানা। দেশটি স্বল্প জনসংখ্যা নিয়ে গঠিত। 

ইয়েমেন দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য

  1. ইয়েমেনের রাজধানী সানা পুরাতন ও সবথেকে উঁচু রাজধানী গুলোর মধ্যে একটি। 
  2. ইয়েমেন এমন একটি দেশ যেখানে একই সঙ্গে দুটি সরকার দেশটিতে চালায়। যার জন্য এই দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এ ছাড়া এদেশে রয়েছে বিভিন্ন জঙ্গী সংগঠন। 
  3. ইয়ামেন দেশে সব থেকে দীর্ঘ সময় ধরে একটি বিবাহ সম্পন্ন হয়। পুরনো রীতি মেনে এই দেশে 21 দিন ধরে একটি বিবাহ চলতে থাকে। 
  4. ইয়েমেন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে লোকতন্ত্র  দেখা যায়। দেশটিতে কোন রাজা বাদশা দ্বারা শাসনকার্য পরিচালিত হয় না। 
  5. দেশটির আইন ব্যবস্থা খুবই কঠিন। এখানে যদি কেউ সমকামী হয়ে থাকে বা কোন সমকামী ধরা পড়ে তাহলে তার শাস্তি মৃত্যুদন্ড পর্যন্ত হতে পারে। এছাড়াও এখানে মদ্যপান ও বিনা অনুমতিতে কোন মহিলার ছবি তোলাও দণ্ডনীয় অপরাধ। এমনকি এখানে পুরুষ ও মহিলারা চোখে চোখ রেখে কথা বলতে পারেনা। 
  6. এই দেশে আসা বিদেশী মহিলাদের এখানকার পোশাক পরার জন্য প্রস্তাব দেওয়া হয়। এই দেশের টাইট প্যান্ট এবং শার্ট জামা পরার কোন চলন নেই। 
  7. ইয়ামেন একটি গরিব দেশ। এখানকার জন্ম নেওয়া শিশুদের অধিকাংশ ওই প্রায় অপুষ্টির শিকার হয়ে থাকে। 
  8. এটি একটি মুসলিম দেশ এবং এখানে বেশ্যবৃত্তি অবৈধ হওয়া সত্ত্বেও বহু সংখ্যক মহিলারা দারিদ্রতার কারণে এই কাজটি করে থাকে। 
  9. একসময় ইয়ামেন ধনী দেশ ছিল কিন্তু কোন প্রকার প্রাকৃতিক সম্পদ না থাকায় এটি সবথেকে গরীব মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *