নিউজ ডেস্কঃ বয়স বাড়ার সাথে সাথে ত্বকের সবচেয়ে প্রথমে যে সমস্যাটি দেখা যায় তা হল বলিরেখা দেখা দেওয়া।বয়সের সাথে সাথে ত্বক যায় কুঁচকে ।আর বার্ধক্যের এই চিহ্নটি প্রথমেই প্রকট হয় চোখের নিচের ত্বকে ।চোখের নিচের বলিরেখা আমাদের দেখতেও করে তোলে বেশ বয়স্ক ।
চোখের নিচে সামান্য বলিরেখা দেখা দিলেই তাই ভয় পেয়ে যান অনেকেই কিন্তু এই ।কোন রকম আই ক্রিম ব্যবহার না করেই বাড়িতে নিয়মিত মধু ব্যবহার করলে চোখের তলার বলিরেখা দূর হবে কয়েক দিনে ।বিভিন্ন গুণাবলী সম্পন্ন মধু ত্বকের বলিরেখা তো দূর করে সেই সাথে ত্বক কে নরম ও মসৃণ করে তুলে ত্বকের তারুণ্য ফিরিয়ে আনে ।
চোখের তলায় বলিরেখা দূর করতে এই মধু দিয়ে তাই বানিয়ে নিতে পারেন বিশেষ এক ফেসপ্যাক ।আসুন জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করতে হবে এই মধু
প্রথমেই একটি পাত্রে দু’চামচ মধু তিন চামচ কাঁচা দুধ ও সামান্য পরিমাণ লেবুর রস ভালো করে মিশিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক ।এরপর কোন ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিয়ে ফেসপ্যাকটি লাগিয়ে নিন মুখে ।পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করে হালকা হাতে ম্যাসাজ করে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ ।মুখ ধোয়া হয়ে গেলে আপনার পছন্দমত কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন মুখে ।
নিয়মিত এটি ত্বকে ব্যবহার করলে একদিকে যেমন মধু ত্বকের আদ্রর্তা ধরে রেখে ত্বককে করে তুলবে নরম ও মসৃণ ।তেমনি ,কাঁচা দুধের ভিটামিন ও মিনারেল গুলি আপনার ত্বকের কোষ কে রাখবে সতেজ ।সেই সঙ্গে এটি যে কেবল নতুন কোষ জন্মাতে সাহায্য করবে তাই নয় নিয়মিত ব্যবহারে কাঁচা দুধ চেহারায় সহজে বয়সের ছাপ ও পড়তে দেবেনা ।
এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক যে কেবল ও বলিরেখা মুক্ত হবে তাই নয় সেই সাথে ত্বকের যেকোনো রকম কালো দাগ ও ব্রণ ও কিন্তু হবে দূর।লেবুর রস আপনার ত্বকের প্রাকৃতিক ব্লিচের কাজ করবে এবং ত্বককে করে তুলবে সুন্দর ও উজ্জ্বল ।
এই ফেইস প্যাকটি ত্বকের জন্য অত্যন্ত ভালো হলেও একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ।লেবুর রস থাকায় এই প্যাকটি লাগানোর আদর্শ সময় হলো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কারন লেবুর রস যুক্ত ফেসপ্যাক ব্যবহার করে সূর্যের আলোয় বেরোলে সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে ত্বক বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।এছাড়া চেষ্টা করবেন ফেসপ্যাকটি প্রত্যেকদিন ত্বকে লাগানোর ।তা যদি কাজের চাপে সম্ভব নাও হয় সপ্তাহে অন্তত তিন-চার দিন অবশ্যই ব্যবহার করবেন এটি।