লাল পোশাকে উষ্ণতা ছড়াচ্ছে ‘বঙ্গকন্যা’ পূজা

লাল পোশাকে উষ্ণতা ছড়াচ্ছে 'বঙ্গকন্যা' পূজা

লালে লাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন পূজা ব্যানার্জী, স্পষ্ট হল ক্লিভেজ। ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী পূজা ব্যানার্জী । ইন্ডাস্ট্রিতে বেশ ভালোই নামডাক রয়েছে এই অভিনেত্রীর।

অভিনেত্রীর ক্যারিয়ারের শুরু হয়েছিল ২০০৮ সালে। একটি  হিন্দি সিরিয়াল দিয়ে যার নাম ছিল “তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা” । তারপর ২০১১ সালে পূজা ব্যানার্জী বড়পর্দায় পা রাখেন একটি তেলেগু চলচ্চিত্র “ভীড়ু থেড়া”- এর মাধ্যমে। এরপর একের পর এক তিনি বিভিন্ন বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ২০১২ সালে হিরণ চ্যাটার্জীর বিপরীতে “মাচো মস্তানা”, চ্যালেঞ্জ ২ এবং মহাক্ষয় চক্রবর্তীর ( মিঠুন চক্রবর্তীর পুত্র) বিপরীতে ‘রকি’ সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। ২০২০ সালে তাকে একটি হিন্দির ছোটো পর্দায় অভিনয় করতে দেখা যায় ‘মাতা বৈষ্ণ দেবী’ হিসেবে এবং একই সাথে তিনি কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-তেও কাজ করেছেন। 

তবে মাঝখানে ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখা যায়নি তাঁকে। তিনি করছিলেন মন দিয়ে সংসার। ২০২১ সালে তিনি গাঁটছড়া বাঁধেন হিন্দি জগতের অভিনেতা কুণাল বর্মা-এর সাথে। পরবর্তীতে মা হওয়ার পর, মাতৃত্বের স্বাদও উপভোগ করেন। তবে এই সবকিছুর পাশাপাশি শরীরচর্চার দিকেও বেশ সচেতন পূজা। যা তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায়। 

মাঝেমধ্যেই শাড়িতে বা শর্ট ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন অভিনেত্রী পূজা ব্যানার্জি । যা দেখে নেটিজেনদের মনে যে আগুন লাগে তা বলাই বাহুল্য। সম্প্রতি লালে লাল হয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন পূজা। যা দেখে ঘুম উড়তে বাধ্য নেটবাসীর।

সাম্প্রতিক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে অভিনেত্রী পূজা ব্যানার্জীর বেশ কিছু ছবি। যে ছবিতে লাল রঙের অফ সোল্ডার শর্ট ড্রেসে দেখা গেছে পূজাকে। তার সাথে তার মানানসই মেকআপ এবং চুলের রং আকর্ষণ করেছে নেটজনতাকে। লাল পোশাকের সাথে তাঁর উন্মুক্ত যৌবন যেন ফেটে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রী পূজা ব্যানার্জী-র পোষ্ট হওয়া ছবিগুলিতে দেখা যায় লাল রঙের পোশাকের সাথে তাঁর চুলে রয়েছে লাল রঙের আভা। তার সাথে তাঁর মানানসই মেকআপ নজর কেড়েছে। তবে অভিনেত্রীর পোশাকটি অফ সোল্ডার হওয়ায় স্পষ্ট হয়েছে বক্ষ বিভাজিকা। যা নেটজনতার নজর কাড়তে বাধ্য। প্রসঙ্গত, বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *