অ্যান্টি-এজিং ফল হিসেবেও বেশ জনপ্রিয় আনার

অ্যান্টি-এজিং ফল হিসেবেও বেশ জনপ্রিয় আনার

নিউজ ডেস্কঃ বেশ কিছু ফল আছে যা সেভাবে বাজারে সহজলভ্য নয়। তবে এর গুনাগুনের কারনে বেশ সমৃদ্ধ। ঠিক তেমনই একটি ফল হল আনার। অদ্ভুত সুন্দর একটি ফল আনার।

অ্যান্টি-অক্সিডেন্ট এর গুণসহ আনার অ্যান্টি-এজিং ফল হিসেবেও বেশ জনপ্রিয় এই আনার।

১/ শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট: ত্বকের সজীবতা ধরে রাখতে একে স্বাস্থ্যকর উপায়ে পরিচর্যা করতে হবে এবং একে যেকোনো ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচাতে হবে। আর এ জন্য প্রয়োজন জীবাণুরোধী অ্যান্টি- অক্সিডেন্ট উপাদান। এ উপাদানটির জন্য আনার রীতিমতো খ্যাতি লাভ করেছে।

২/ কোষের পুনরুজ্জীবন: আনারে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড। ত্বকের প্রদাহ প্রশমিত করার গুণও রয়েছে এতে। তার সঙ্গে ফলটি ত্বকের কেরাটিনো সাইট কোষের পুনরুজ্জীবন ঘটায়। ফলে বয়সের ছাপ সহজে পড়ে না ত্বকে।

৩/ অ্যান্টি-এজিং উপাদান: ত্বকের ওপরের দিকের স্তরটি ডেরমিস। এটি কোলাজেন এবং ইলাস্টিক ফাইবার দিয়ে প্রস্তুত। ত্বকে বয়সের ছাপ পড়ে এই ডেরমিস অংশে। ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। তখন কোলাজেন গঠনের জন্য প্রোটিনের সরবরাহ দিতে ভিটামিন ‘সি’ এর প্রয়োজন হয়। আনারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।

৪/ অর্গানিক জুস: আনারের অর্গানিক জুস ত্বকের যত্নে দারুণ উপাদান। এর ক্ষুদ্র আকারের মলিকিউল গঠন ত্বকের গভীরে পৌঁছে তাকে হাইড্রেট করে। এই রসে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং সাইটোকেমিক্যাল রয়েছে।

৫/ ত্বকের মৃত অংশ দূর করা: আনারের হালকা মিষ্টি নরম বীচি গুলো সেঁচে তা খেলে ত্বকের মৃত অংশগুলো দূর হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *