ফিল্ম ডেস্কঃ “তিন পাত্তি” দিয়ে ক্যারিয়ার শুরু। আর এখন বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী। “তিন পাত্তি” কোনও খেলা নয় শ্রদ্ধা কাপুরের প্রথম ছবি। ২০১০ সালে এই ছবি দিয়ে বলিউডে হাতে খড়ি হয় শক্তি কাপুরের মেয়ের। আর এখন বলিউডের অন্যতম সেরা বাজেটের ছবি করলেন সাহু।
২০১০ সালে “তিন পাত্তি” ২০১১ তে “লাভ কা দি এন্ড” এবং ২০১৩ তে “আশিকি ২”, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। “আশিকি ২” ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট আক্ট্রেস” পুরস্কার পান তিনি। এরপর একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি বলিউডকে। “হাইদার”, “এক ভিলেইন”, “এ বি সি ডি ২” এবং সম্প্রতি “স্ত্রী” করার পর বেশ ভালোই নাম কামিয়েছেন তিনি। বর্তমানে বলিউডের অন্যতম ব্যাস্ত অভিনেত্রী তিনি। হাতে এখনও “চি চোর” এবং “ষ্ট্রীট ডান্সার” দুটি ছবি রয়েছে।
সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ তিনি। ইতিমধ্যেই হলিউডের আঞ্জেলিনা জলির মতো তারকাদের পেছনে ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলয়ান্সের বিচারে।