বলিউড ক্যুইন বললে সবার আগে যার নাম মাথায় আসে তিনি হলেন কাঙ্গানা রানাউত। গ্যাংস্টার থেকে শুরু করে মণিকর্ণিকা। বলিউডের অন্যতম সফল অভিনেত্রি কাঙ্গানা।
২০০৬ সালে গ্যাংস্টার ছবি দিয়ে বলউডে পা রাখেন বর্তমান বলিউড ক্যুইন। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হন তিনি। এরপর ও লামহে ,ফ্যশান, তানু উইডস মানু , ক্যুইন এর মতো হিট ছবি বলিউডকে দিয়েছেন হিমাচালের এই মেয়েটি। তবে তাঁর ক্যারিয়ারে শুরুটা মোটেও সহজ ছিল না। ঠিকমতো ইংরেজি বলতে পারতেন না বলে একাধিক অপমানও সহ্য করতে হচ্ছে তাঁকে।
সিনেমা করার পাশাপাশি বিবেকানন্দের বইও পরেন তিনি। এছাড়াও পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ভিডিও শেয়ার করেন এই বলিউড ডিভা।