মেসির বিয়ের সময় তাঁর স্ত্রি সন্তান সম্ভবা ছিলেন?

মেসির বিয়ের সময় তাঁর স্ত্রি সন্তান সম্ভবা ছিলেন?

স্পোর্টস ডেস্কঃ চলতি মরশুমে দুরন্ত ফর্মে লিওনেল মেসি। ৪৩ গোল করে ইতিমধ্যেই গোল্ডেন শ্যু জেতা এক প্রকার নিশ্চিত। ব্যালন ডি ওর তিনিই জিতবেন বলে মত একাধিক আন্তর্জাতিক ফুটবল তারকার।

২০১৮-১৯ মরশুমে তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে একের পর এক ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। আর ২০১৭-১৮ মরশুমে তাঁর কাছে কিন্তু সেভাবে ভালো কাটেনি। কারন সেই মরশুমে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের মতো একাধিক প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড তিনি জিততে পারেনি। তবে ২০১৭ তে তিনি সাত পাঁকে বাঁধা পরেছিলেন। তাঁর জন্মদিনের ঠিক পাঁচদিন পরে অর্থাৎ ৩০ জুন ২০১৭ তে ফাইনালি বিয়ে করেন ছোটবেলার বন্ধু আন্তেনোল্লা রোকুজ্জোকে।

২০০৮ থেকে একে অপরকে ডেট করলেও সাত পাঁকে বাঁধা পড়তে বেশ সময় নিয়ে নেন তারা। তবে ২০১২ তাদের প্রথম সন্তান থিয়াগো জন্মগ্রহন করে। এবং ২০১৫ তে দ্বিতীয় সন্তান মাতেও। অর্থাৎ তাদের বিয়ের আগেই দুই সন্তানের পিতা হন মেসি। এবং তাদের বিয়ের সময়ও মেসি পত্নী আন্তেনোল্লা সন্তান সম্ভবা ছিলেন। ২০১৮ তে তাদের তৃতীয় সন্তান সাইরো জন্ম গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *