নিউজ ডেস্কঃ ২৩ তম বার্লিন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ম্যালেসিয়াস ছবিকে। যেখানে এই ছবি বেশ প্রশংসা লাভ করে। এই ছবিরই এক দৃশ্যে বেশ ভাইরাল হয় সেই সময়। ছবিটি ইটালিয়ান ভাষায় রিলিজ করলেও ফ্রান্স, অ্যামেরিকার মতো দেশে বেশ ভালো ব্যবসা করেছিল।
Previous Post: নিজের যৌন জীবন নিয়ে চিন্তিত ছিলেন রবিশঙ্কর কন্যা অনুস্কাও