নিউজ ডেস্কঃ নিজের যৌনজীবন নিয়ে চিন্তিত ছিলেন রবিশঙ্কর কন্যা অনুশকা শঙ্কর। মাস খানেক আগে দুটি হিস্টেরেক্টমি করাতে হয় তাঁকে। আর তাতেই ভয় পেয়েছিলেন তিনি।
পেটে ১৩ টি টিউমার ছিল ফলে জরায়ু বাদ পরেছে তাঁর। পরপর দুটি হিস্টেরেক্টমি করাতে হয় তাঁকে। দীর্ঘ সময় অসুস্থ থাকার ফলে অবসাদে ভুগছিলেন তিনি। দুই সন্তানের জন্য আরও বেশি চিন্তিত হয়েছিলেন তিনি। নারীত্ব হারানোর পাশাপাশি নিজের যৌনজীবন নিয়েও চিন্তিত ছিলেন।
তিনি ট্যুইট করে জানান যে ” মাস খানেক আগে আমার জরায়ু বাদ পরেছে, পেটের মধ্যে ফাইব্রয়েড থাকার ফলে ছয় মাসের অন্তঃসত্ত্বা লাগত আমায়” মোট ১৩ টি টিউমার ছিল”। ” আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পরেছিলাম, নিজের নারীত্ব হারানোর ভয়ও ছিল, তারপর কিছু বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি, যে অনেকেরই এরকম হয়েছে”, কেন এই বিষয় নিয়ে কথা বলতে সকলে ভয় করে”। শুধুতাই নয় ছোটবেলায় ঋতুস্রাব নিয়ে কথা বলেছেন অনুশকা তাঁর ট্যুইটে। তাঁর কথায় কেন মহিলারা এই বিষয় নিয়ে কথা বলতে ভয় পায়?।
LADY BITS, by Anoushka Shankar
(Swipe to read about why I no longer have a uterus, and why I decided to tell you) pic.twitter.com/60laJGTWTg— Anoushka Shankar (@ShankarAnoushka) August 30, 2019