ওয়েব ডেস্কঃ “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান”- বলে গিয়েছিলেন বিদ্রোহী কবি কাজি নজ্রুল ইসলাম। কিন্তু কবি যে স্বপ্ন দেখেছিলেন তা এখনও পূর্ণ হয়নি। এক পূর্ণ এবং অহিংস ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন বহু মানুষ।
সীমান্তে একাধিক সময় চলে গুলির লড়াই। বাইরের একাধিক দেশ ভারত বিভাজনের চিন্তা করে। শুধুতাই নয় ভারতের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা চালিয়ে যায়। যাতে ভারতের মধ্যে হিংসার তৈরি হয় তার জন্য বিদেশ থেকে আসে একাধিক টাকাও, এমনও দাবি করা হয়েছে একাধিক সময়। এবং তার ফাঁদে একাধিক মানুষ পা দেন। তার ফলে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। আর এর মধ্যে একাধিক সংবাদ মাধ্যমের ভুল খবরের মাধ্যমে নষ্ট হচ্ছে সংবাদ মাধ্যমের বিশ্বাস যোগ্যতা।
এই সকল বিষয় নিয়ে নতুন ছবি “আগুনের পরশমণি”। পরিচালক সৌরভ পালের এই ছবিতে যেতে পারে ১৩০ কোটি মানুষ আবার জেগে ওঠার লড়াই। একসাথে চলা থেকে শুরু করে নিজেদের মধ্যে ঐক্য গড়ে ওঠার এমনই কিছু মেসেজ দেখা যেতে পারে এই ছবিতে। সৌরভ ক্রিয়েশান্সের ব্যানারে তৈরি এই ছবিতে অভিনয় করতে দেখাযাবে সুব্রত ভট্টাচার্য, লাবনি সরকার, ইন্দ্রানি হালদার, সাহেব ভট্টাচার্য, জিনিয়া রায়চৌধুরী, অরিন্দম শীল, দেবলিনা দত্ত, রাজেশ শর্মার মতো বর্ষীয়ান অভিনেতা, অভিনেত্রীদের।