স্পোর্টস ডেস্কঃ ম্যারাথন। কলকাতার বুকে এই নিয়ে ষষ্ঠবার হতে চলেছে এই টাটা ম্যারাথন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই হতে চলেছে এই টাটা ম্যারাথন। কলকাতা শহরের কয়েক হাজার মানুষ ছাড়াও এবার দেশ বিদেশের বিশেষ কিছু অ্যাথলেটকে দেখাযাবে এই ম্যারাথনে দৌড়াতে।
এবারের ম্যারাথনের বিশেষ আকর্ষণ ইসরায়েলের তারকা অ্যাথলেট লোনাহ স্যালপিটার। তিনি এবার ১০,০০০ মিটার দৌড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। গত বছরে তিনি বার্লিনে এই চ্যাম্পিয়ন জিতেছিলেন। এই বছর তিনি বড় ম্যারাথনে অংশগ্রহণ করতে চলেছেন। বর্তমান বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী স্যাল্পিটারের র্যাঙ্কিং ষষ্ঠ ম্যারাথন রানার হলেও গতমাসে ফ্রাঙ্কফুর্ট ম্যারাথনে তিনি চতুর্থ স্থান অধিকার করেন।
এছাড়াও এবারের ম্যারাথনে দৌড়বেন শেষ দুইবারের তৃতীয়স্থান অধিকারি রানার তানজানিয়ার ফেইলুনা মাতাঙ্গা। এছাড়াও থাকবেন ডেবেলে, বেকেলে, শোনের মতো দৌড়বিদরা।
দেশবিদেশের যেসব রানারদের দেখা যাবে এবারের ম্যরাথনে
পুরুষ
লিওনার্দো বারসোটন, বেকেলে, ইয়গসো, ড্যানিয়েল, সেমেগো, মোকগোবু
মহিলা
স্যালপিটার, ফেইলুনা মাতাঙ্গা, ডাবা, শোনে, ছানতু এছাড়াও একাধিক দেশ বিদেশের আরও অ্যাথলেটরা।