মুক্তি পেল রাজা চন্দের প্রথম ওয়েব সিরিজ কাটাকুটির টিজার

মুক্তি পেল রাজা চন্দের প্রথম ওয়েব সিরিজ কাটাকুটির টিজার

নিউজ ডেস্ক  –   সম্প্রতি চলচ্চিত্র দুনিয়ায় ঝড় তুলেছে ওয়েব সিরিজ। লকডাউনের জেরে সকল মানুষ দীর্ঘদিন ঘরবন্দী হয়ে যাওয়ায় ও সেই সময় অধিকাংশ সিনেমা হল বন্ধ থাকায় চলচ্চিত্র দুনিয়ায় ঝড় তুলেছে ওয়েব সিরিজ। এবার সেই ওটিটি প্লাটফর্মেই  কাটাকুটি নিয়ে পদার্পণ করলেন পরিচালক রাজা চন্দ।  টিজারের মুক্তি অনুষ্ঠান উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট।

কাটাকুটির টিজারের  মুখ্য চরিত্রে রয়েছেন বিখ্যাত অভিনেতা সৌরভ দাস।  এছাড়াও এখানে অভিনয় করেছেন মানষী সেনগুপ্ত, পিয়ান সরকার, দেবতনু, অভিজিৎ গুহ, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সিরষা রক্ষিত, জ্যামি সহ প্রমুখ।  তবে টিজার মুক্তির দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল কুলকুশলীরা।

এক ঝাঁক রোমহর্ষক রহস্য ও নতুন কাহিনী নিয়েই ওটিটি প্লাটফর্মে হাজির হয়েছে কাটাকুটি। এই সিরিজের টিজার মুক্তি পেতেই  অভিনেতা সৌরভকে দেখা যাবে আদিত্যের  ভূমিকায়। ও অভিনেত্রীর  ভূমিকায় থাকছেন মানসী সেনগুপ্ত যার সিরিজের চরিত্রের নাম কৌশানি। অভিনেত্রী পিয়ান সরকার মানসীর বোনের চরিত্রে আর দেবতনু তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন।   ছবিতে লাজুক আদিত্যের সঙ্গে কৌশানির বিয়ে ঠিক হলেও  বিয়ের কয়েকদিন আগেই হঠাৎই মর্মান্তিক ভাবে খুন হন কৌশানি।  কিন্তু কারা  খুন  করেছে!  সেটাই রহস্য!

যদিও পরবর্তীতে দেখা গিয়েছে তিনজন মিলে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছে কৌশানিকে।  ঘটনাচক্রে তিনজন খুনির মধ্যে রয়েছে একজন কৌশানির নিকটাত্মীয়।  কিন্তু কে সেই আত্মীয়তা জানতে হলে দেখতে হবে গোটা সিরিজ।

স্বাভাবিকভাবেই হবু স্ত্রীর মৃত্যুর ঘটনায় সকল স্বপ্নের জাল এক ঝটকায় ছিড়ে যাওয়ায়  স্বভাব বদলে যায় আদিত্যের। ক্রমেই হয়ে ওঠেন নির্মম । নিজের ভালবাসার তথা হবু স্ত্রীর খুনির রহস্য উন্মোচন করতে মরিয়া হয়ে ওঠে আদিত্য।  তবে প্রেমের কাহিনী দিয়ে শুরু হওয়া সিরিজ  হঠাৎই  সাসপেন্সে রূপান্তরিত হওয়ায় এক অন্যরকম মাত্রা  এনেছে। ক্লিকে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *