নিউজ ডেস্কঃ বডি বিল্ডার কথাটা শুনলেই সবার মাথা আসে এক বিশালাকার চেহারা। বিশেষ করে কিছু মানুষ চেহারাকে এমন পর্যায় নিয়ে গেছিলেন যে সত্যি তাদের দেখে ভয় পাওয়ার ই মতো। তবে কিছু মানুষ হাঁসির কপাত্র হয়েছিলেন ও বটে।
১) Justin Jedlica: অ্যামেরিকার বাসিন্দা জাস্টিনকে দেখতে একদম পুতুলের মতো।তবে এইরকম দেখতে হওয়া বা তার শরীরের আকার কিন্তু সাধারন ছিল না।তার এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা সত্যটি জানলে অবাক হবেন যে জেস্টিন তার শরিরে ৭০০ টিরও বেশি সার্জারি করেছেন।তার এই শরীর ও পেশি সবই নকল।সে সার্জারি মাধ্যমে তার চেস্ট ও বাইসেপ বানিয়েছেন।
২) Romario Dos Santos Alves: ব্রাজিলিয়ন বডি বিল্ডার রোমারিয়র বডি দেখে সবাই অবাক হয়ে যাবেন।তবে এই বডি কিন্তু নকল যা অয়েল ও অ্যালকোহলে মাধ্যমে বানিয়েছে।অনেকেই অবাক হবেন এই কথা শুনে তবে এটাই সত্য যে রোমারিয় তার জিমের কিছু বডি ম্যাসাজে দক্ষ মানুষের পরামর্শ অনুযায়ী বডি বাড়ানোর জন্য তার নিজের হাতে অয়েল এবং অ্যালকোহল ইঞ্জেক্ট করা শুরু করে দেয়।তবে ডাক্তারা বলেছেন যে অতিরিক্ত পরিমানে অয়েল এবং অ্যালকোহল ইঞ্জেক্টের ফলে মৃত্যু হতে পারে।তাও কিন্তু রোমারিয় থামেন নি।
৩)Arlindo De Souza: বিশালাকৃতি বডি বিল্ডারদের মধ্যে আরলিন্ড ডি সুজা হলেন একজন।এনার বাইসেপ ২৯ ইঞ্চি যা দেখে সবাই চমকে যাবেন।তবে এই বাইসেপটি ট্রেনিং বা এক্সাসাইজ করে বানানো নয়।তিনি তার বডিতে হর্স ভিটামিন এবং সিন্থলের মতো স্ট্রেরয়েড ব্যবহার করে বানিয়েছে।
৪)Mustafa lsmail: ইজিপ্টের নাগরিক মুস্তফা ওয়ার্ল্ড বিগেস্ট আর্ম তার নামে একটি রেকর্ড আছে।তার বাহুর সাইজ ৩১ ইঞ্চি।তবে এই বাহুটি ট্রেনিং বা এক্সাসাইজ করে বানায় নি।তিনি তার বাহুতে সিন্থলের মতো স্ট্রেরয়েড ব্যবহার করে বানিয়েছে।