দুর্গাপূজার সময় আমরা দেবী দুর্গার একপাশে সরস্বতী কার্তিক এবং আরেকপাশে থাকে লক্ষ্মী গণেশ অর্থাৎ দেবী দুর্গা দুইপাশে তার দুই কন্যা এবং দুই পুত্রকে দেখতে পায়।এছাড়াও আরও একজনকে দেখতে পায় যিনি গনেশের পাশের থাকে তাকে আমরা কলাবউ বলি এবং গনেশের স্ত্রী বলে থাকি।কিন্তু আমরা যে কলাবউকে গনেশের বউ বলি এটি সম্পূর্ণ ভুল। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কলাবউ গনেশের বউ নয় তাহলে কলাবউ আসলে কে?
কলা বউ যাকে আমরা বলি তিনি হলেন নবপত্রিকা।অর্থাৎ নবপত্রিকার প্রচালিত নাম হল কলাবউ।এই নবপত্রিকা হলেন স্বয়ং মা দুর্গা যিনি গণেশের মাতা। এই নবপত্রিকার আক্ষরিক অর্থ হল নটি ধরনের পাতা।এই নটি উদ্ভিদ যথাক্রমে হল কলাগাছ, কচু ,হলুদ ,বেল, ডার্লিম, জয়ন্তী অশোক, মান, ধান।এই নটি উদ্ভিদে সহযোগে তৈরি হয় নবপত্রিকা যা বস্তবে মা দুর্গার এক একটি শক্তির প্রতীক।
দুর্গা পূজার সময় একটি কলা গাছের সাথে বেল সমেত অপরাজিতার লতা দিয়ে বেঁধে মহাসপ্তমীর দিন সকালে মন্ত্র দিয়ে স্নান করানো হয় গঙ্গাতে বা কোন পুকুরে। এরপর শাস্ত্র বিধি অনুসারে নবপত্রিকাকে একটি নতুন লালপাড়ওয়ালা সাদা শাড়ি পড়ানো হয় এবং সিঁদুর দেওয়া হয়।এরপর মা দুর্গার ডানদিকে তথা গনেশের পাশে স্থান দেওয়া হয় নবপত্রিকাকে।তাহলে বুঝতেই পারছেন যে কলাবউ হল দেবী দুর্গার রূপ।