পোকাদের হাত থেকে রেহাই পেতে হলে ঘরোয়া কিছু উপকরণ জেনে নিন।যার ফলে পোকাদের উৎপাত কমবে আপনার বাড়ি থেকে।
১) ব্যবহৃত চা পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।তারপর ঐ চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন।যার ফলে আপনারা দেখতে পাবেন যে ওই ধোয়ার জন্য সমস্ত মশা, মাছি পালিয়ে গিয়েছে।
২) মশা তাড়াবার জন্য আর মটিনের দরকার নেই।দরকার শুধু কয়েক টুকরো কর্পূরের যা আধ কাপ জলে ভিজিয়ে খাটের নিচে রেখে দিন আর নিশ্চিতে ঘুমান।
৩) কয়লা ও কাঠ কয়লার আগুনে নিমপাতা পুড়ালে যে ধোয়া হবে তাতে সবংশে মশা পালাবে।
৪)মশার হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন নিমপাতা ও নিশিন্দ পাতার গুড়ো ধুনার সঙ্গে ব্যবহার করুন।
৫)ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোতে হলুদ সেলোপিন জড়িয়ে দিলে হলুদ আলো হবে।যার ফলে দেখবেন মশা কমে গেছে।
৬) মাছির হাত থেকে রেহাই পেতে পুদিনা পাতা ব্যবহার করুন।ছোটো গ্লাসে একটু জল নিয়ে তাতে ৫/৬ গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে।৩ দিন অন্তর জল বদলে দেবেন।
৭) অনেক সময়ে ঘরে বা রান্নাঘরে সাপ ঢুকে যায়।আর এই ঘরে বা রান্নাঘরে সাপ ঢোকা বন্ধ করতে হলে কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোনে রেখে দিন।দেখতে পাবেন ঘরের ভিতরে আর সাপ ঢুকবে না।আর নিমপাতা পচা সার গাছে পোকা লাগতে দেয় না।
৮)আটা, ময়দা, ডাল বেশিদিন রাখলে পোকা হয়ে যায়।তাই আটা, ময়দা, ডালকে পোকা থেকে বাঁচাতে গেলে একমুঠ নিমপাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন।দেখবেন আর পোকা হবে না।