চোখ থেকে শুরু করে ঠোট। দীপাবলিতে সাজবেন কি করে? জেনেনিন

চোখ থেকে শুরু করে ঠোট। দীপাবলিতে সাজবেন কি করে? জেনেনিন

উৎসবের দিন আমাদের দোরগোড়ায়। উৎসব মানেই প্রচুর আলো, প্রচুর আনন্দ আর তার সাথে সাথেই প্রচুর সাজগোজ। ছেলে,মেয়ে উভয়ই সেজে ওঠে এই মরশুমে।তবে সাজগোজের দিক থেকে মেয়েদের গুরুত্ব তা সবসময়ই একটু বেশি।

সামান্য একটু মেকআপ র ভুল ই আপনার লুকস টা কে পুরোপুরি মাটি করে দিতে পারে।আর ঠিক সেই কারণেই আমরা কথা বলেছি বিখ্যাত মেকআপ আর্টিস্ট গীতা রাও এর সাথে। গীতা তার অসাধারণ মেকআপ র উদাহরণ দিয়েছেন কিছুদিন আগেই অনুষ্ঠিত ব্যাঙ্গালোর ফ্যাশন উইক এ।এবং তারই কিছু পর্যায় তুলে ধরা হলো আপনাদের জন্য।

বেস-মশ্চারাইজার,প্রাইমার,এবং ফাউন্ডেশন প্রয়োগ করুন হালকা ভাবে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই।এরপর কনসিলার এবং লুস পাউডার ব্যবহার করুন।এরপর মুখের উপর পাউডার ব্লাশ ব্যাবহার করুন।

চোখ: যদি আপনার চোখ খুব বড় হয় তবে তাতে কাজল প্রয়োগের প্রয়োজন নেই।চোখের উপর গ্লিটার আইশ্যাডো ব্যাবহার করুন।সোনালী রং হলো এমন একটা রং যা সবরকম ভারতীয় মহিলাদের বর্ণের সাথে মানায়।

ঠোট: যখন আপনার চোখটা উজ্জ্বল দেখাবে তখন ঠোটের সেড যত পারবেন হালকা রাখার চেষ্টা করবেন।

হেয়ারস্টাইল: যদি আপনার মুখ গোলাকৃতির হয় তবে চুল খোলা রাখুন আর যদি আকার অন্য রকম হয় তবে নানান স্টাইল চেষ্টা করুন।

বিশেষকদের মতামত: যতটা পারবেন সরলভাবে সাজবেন আর চেহারায় বেশি সাজের ওজন রাখবেন না।আর সমভবমত প্রাইমার ব্যাবহার করুন তাতে সাজসজ্জা অনেক্ষন স্থায়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *