নিউজ ডেস্কঃ কথায় আছে যে “যা হয় ভালোর জন্য হয়”। ভারতের সাথে চীনের সংঘর্ষে আখেরে ভারতীয় সেনাবাহিনীর লাভ হয়েছে এমনটাই মনে করেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। কারন চীনের সাথে ঝামেলার পরই ভারতের একাধিক যুদ্ধাস্ত্র বিশেষ করে যুদ্ধবিমান থেকে শুরু করে মিসাইল গুলিকে বিরাটভাবে আপগ্রেড করার কাজ চলছে, শুধু তাই নয় পাশাপাশি প্রডাকশান ও বিরাটভাবে বেড়েছে।
ফেব্রুয়ারি মাসের ২ তারিখে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং দেশীয় ফাইটার জেট তেজাস এর তৃতীয় প্রোডাকশন লাইন এর উদ্বোধন করেন। ফলে তিনটে প্রোডাকশন লাইন মিলিয়ে বছরে আঠারো থেকে চব্বিশটি পর্যন্ত তেজাস জেট তৈরী করতে পারবে HAL । অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা কতোটা বাড়তে চলেছে।