যুদ্ধ বাঁধলে চীন, পাকিস্তানের বিরুদ্ধে কোন কোন যুদ্ধ বিমানকে কাজে লাগাতে পারবে সেনাবাহিনী

যুদ্ধ বাঁধলে চীন, পাকিস্তানের বিরুদ্ধে কোন কোন যুদ্ধ বিমানকে কাজে লাগাতে পারবে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমানের ভয়ে ত্রস্ত গোটা বিশ্ব। প্রথম ৫ দেশের তালিকায় রয়েছে ভারতবর্ষ। ভারতের একাধিক যুদ্ধবিমানের ভয়ে কাঁপে চীন, পাকিস্তানের মতো দেশ। তবে সেই যুদ্ধবিমান গুলি কি? কখনও ভেবে দেখেছেন!

HAL TEJAS: ভারতের কয়েকটি শক্তিশালি যুদ্ধবিমানের মধ্যে HAL TEJAS হল একটি অন্যতম যুদ্ধবিমান। যার গতিবেগ ২২০৫ কিমি/ঘণ্টা। ভারতের নির্মিত এই যুদ্ধবিমানটি ৩৫০০ কেজি ক্ষেপনোস্ত্র বহনে সক্ষম। এবং এক একটির উৎপাদন মূল্য ১৬০ কোটি টাকা।

SEPECAT JAGUAR: ফ্রান্স এবং ইউনাইটেডে কিংডোমের যৌথ উদ্যোগে তৈরি SEPECAT JAGUAR।এই যুদ্ধবিমান প্রায় ৩৯০০ কেজি ক্ষেপনোস্ত্র বহনে সক্ষম।এবং সর্বচ্চ গতিবেগ ১৭০০ কিমি/ঘণ্টায়। এর প্রতিটি উৎপাদন খরচ ৮ মিলিয়ান US ডলার।

MIRAJ 200H & 2000HT: MIRAJ 200H & 2000HT ভারতের শক্তিশালি যুদ্ধবিমানের তালিকার মধ্যে একটি।ফ্রান্সের তৈরি এই যুদ্ধবিমানটির গতিবেগ ২৩৩৬ কিমি/ঘন্টা।৬ টন ক্ষেপনোস্ত্র বহন করতে পারে এই শক্তিশালী যুদ্ধবিমানটি।

MIG 29: সোভিয়েত রাশিয়ার নির্মিত দুই ইঞ্জিনযুক্ত এই যুদ্ধবিমানটি গতিবেগ ২৪০০ কিমি/ঘন্টায়।এটি প্রায় ৪৯০০ কেজি ক্ষেপণাস্ত্র বহনে করতে পারে।যার প্রতিটি বিমানের উৎপাদন খরচ ১১ মিলিয়ন US ডলার।

SU 30 MIKI: রাশিয়ারের পরিকল্পিত SU 30 MIKI যুদ্ধবিমানটির প্রায় ৭৫০০ কেজি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমানটির গতিবেগ ২১২০ কিমি/ঘন্টা। প্রতিটি বিমানের উৎপাদন খরচ প্রায় ৩৫৮ কোটি টাকা।

রাফালেঃ ইতিমধ্যেই ভারতের হাতে এসে পৌঁছেছে ১১ টি রাফালে, তবে এই মাসের মধ্যেই আরও যুদ্ধবিমান গুলির সাথে অস্ত্রশস্ত্র গুলিও এসে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *