নিউজ ডেস্কঃ ভারত-চীন সংঘর্ষ যে সারা পৃথিবীর ডিফেন্সের সমীকরণ বদলাতে চলেছে তা অনেক আগেই বলেছেন একাধিক বিশেষজ্ঞেরা। আর তা প্রমানিত হল। চীনকে চাপে রাখতে আমেরিকা ১৮৮ টি ভয়ংকর যুদ্ধবিমান ক্রয় করছে।
আমেরিকার সাথে বর্তমানকালে সর্ববৃহৎ ডিফেন্স চুক্তি করতে চলেছে বোয়িং। মোট চুক্তি হবে প্রায় ২৩ বিলিয়ন ডলারের। আমেরিকার বিমান বাহিনী মোট ১৪৪ টি F-15 EX যুদ্ধবিমান ক্রয় করবে ভারতের থেকে। মোট চুক্তি মূল্য তেইশ বিলিয়ন ডলার। প্রথম পদক্ষেপে ১.২ বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে। সেই কারনে F-15EX সার্ভিসে আসবে আমেরিকার বিমান বাহিনীর।
F-35 এর মতো স্টেলথ ফাইটার অর্থাৎ পঞ্চম প্রজন্মের বিমানের যুগেও অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের চাহিদা কমেনা একটুও। F-15EX এর ক্লাসে পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র বহনকারী যুদ্ধ বিমান। এটিতে রয়েছে পঞ্চম প্রজন্মের অ্যাভোয়েনিক্স, ককপিট,ইঞ্জিন। পাশাপাশি এই বিমানে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার, সেটি পৃথিবীর অন্য যেকোন যুদ্ধবিমানের কম্পিউটার থেকে অনেক বেশি গতিশীল। প্রসঙ্গত ভারতের MMRCA 2.0 তে এটিকে অফার করেছে বোয়িং।