নিউজ ডেস্কঃ চীনের সাথে ভারতের সম্পর্ক যে আদায় কাঁচকলায় তা আরও কারও জানতে বাকি নেই। তবে শুধু ভারত নয় চীনের শত্রু পৃথিবীর প্রচুর দেশ। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য নিয়ে বেশ অশান্তি আছে। আর সেই কারনে একাধিক ঝামেলা থেকে শুর করে আমেরিকার সাথে অশান্তিও হয়েছে। আসতে চিন নিজেকে মহাশক্তিতে পরিনত করতে চলেছে। আর সেই কারনে তারা তাদের একাধিক একাধিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন তৈরি করছে। তবে বর্তমানে চীনের হাতে যুদ্ধবিমানের সংখ্যা কত? অর্থাৎ চীনের হাতে থাকা কত গুলি বিমান আক্রমণ করতে সক্ষম?
যুদ্ধবিমান টাইপ সার্ভিস অর্ডার করা আছে
জিয়ান এইচ ৬ স্ট্রাটেজিক বম্বার ১২০ রাশিয়ার টুপলভ বিমানের অনুকরন
জিয়ান যে এইচ ৭ ফাইটার বম্বার ২১৬ নেই
চেংদু যে ৭ ফাইটার ৩৮৮ রাশিয়ার মিগ ২১ এর অনুকরন
সুখই সু ২৭ মাল্টিরোল ৫০ নেই
সুখই সু ৩০ এয়ার সুপিওরিটি ৭৬ ভারতের কাছেও রয়েছে এই একই বিমানটি
সুখই সু ৩৫ এয়ার সুপিওরিটি ২৪ নেই
শেংইয়াং জে ৮ ইন্টারসেপ্টর ৯৬ নেই
চেংদু জে ১০ মাল্টিরোল ২৩৫ নেই
শেংইয়াং জে ১১ এয়ার সুপিওরিটি ৩৪৬ সু ২৭ র অনুকরন। ১০ টি অর্ডারে আছে
শেংইয়াং জে ৬ এয়ার সুপিওরিটি ১২৮ সুখই সু ৩০ অনুকরন বা লাইসেন্সড ভার্সন
চেংদু জে ২০ স্টেলথ ফাইটার ১৫+ পঞ্চম প্রজন্মের বিমান। ৫০ র উপর অর্ডার আছে বা সার্ভিসে। এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি
১৬৯৪ টি বিমান এখনও পর্যন্ত তাদের সার্ভিসে আছে। তবে পঞ্চম প্রজন্মের বিমান কতগুলি সার্ভিসে আছে সেই সম্পর্কে সঠিকভাবে কিছু জানায়নি তারা। অপরদিকে তাদের হাতে থাকা বেশিরভাগ যুদ্ধবিমানই রাশিয়র থেকে অনুকরন এবং লাইসেন্সড প্রডাকশান। বেশিরভাগ বিমান নিজেদের প্রমান করতে একাধিক শো তে নিয়ে যাওয়া হয়না। অর্থাৎ তাদের তৈরি যুদ্ধবিমান গুলি ক্ষমতা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।