নিউজ ডেস্কঃ রাশিয়ার হাতে থাকা যুদ্ধবিমান গুলি যে একসময় আমেরিকার ঘুম কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল্য। আর সেই কারনে আমেরিকা রাশিয়া থেকে প্রচুর যুদ্ধবিমান ক্রয় করেছে এবং তার উপরে রিসার্চ পর্যন্ত করেছে। তাদের প্রচুর যুদ্ধবিমান পৃথিবীর অনেক দেশই ব্যবহার করে। বিশেষ করে আমেরিকার সুখই এবং মিগের যুদ্ধবিমান গুলি পৃথিবীর ৩০ র অধিক দেশ ব্যবহার করে।
তাদের বিমান বহরে কিছুদিন আগেই যুক্ত হয়েছে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এখনও তাদের হাতে আসা যুদ্ধবিমান গুলির মধ্যে সুখউ সূ ৫৭ অর্থাৎ তাদের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে সেরা মানলেও তাদের হাতে থাকা যুদ্ধবিমান গুলি কিন্তু কম কিছু নয়। বিশেষ করে সুখই সূ ৩০ থেকে শুরু করে মিগ ৩১, সূ ৩৫, মিগ ৩৫ এর মতো যুদ্ধবিমান রয়েছে যা সারা পৃথিবীর বহু দেশের ভীত নড়িয়ে দিতে পারে।