নিউজ ডেস্কঃ ভারতের সেনাবাহিনীর কাছে প্রচুর যুদ্ধাস্ত্র রয়েছে। বিশেষ করে সমতলে যুদ্ধ করার জন্য ভারতকে সবসময় তৈরি হয়ে থাকতে হয়। কারন চীন এবং পাকিস্তানের মতো দেশ থাকার কারনে সর্বদা সজাগ থাকতে হয়। সেই কারনে ট্যাংকার থেকে শুরু করে আর্টিলারি গান প্রচুর পরিমাণে রয়েছে ভারতের সেনাবাহিনীর হাতে। তবে আর্মির আর্টিলারি গানের দাম বা রেঞ্জ সম্পর্কে অনেকেরই ধারণা নেই।
ইন্ডিয়ান আর্মির বিভিন্ন আর্টিলারি গান গুলোর নাম, দাম, ও রেঞ্জ সম্পর্কে একটি লিস্ট দেওয়া হল:-
নাম দাম রেঞ্জ km
——- —— ———–
সারাং ৭৭ লাখ ৩৬
ধনুষ ১৪ কোটি ৩৮
ATAGS ২০ কোটি ৪৮
M777 ৩৫ কোটি ৩০
K9 ৪৫ কোটি ৪৮
হিসেব অনুসারে এই মুহূর্তে যদি ভারত ৫ বিলিয়ন ডলার খরচ করে তাহলে ইন্ডিয়ান আর্মির কাছে ১০০০ সারাং গান, ৫০০ ধনুষ , ৫০০ ATAGS, ২৫০ M777 ও ১৫০ K9 থাকবে সাথে বর্তমান ফ্লীটের ৪০০ বোফরস গান, ২০০০ ফ্লীড গানস এবং ১৪৫ M777 ও ১০০ K9 বজ্র যুক্ত করুন। ভাবতে পারছেন এক ঝটকায় ইন্ডিয়ান আর্মির ফায়ার পাওয়ার কোথায় পৌঁছাতে পারে?