চীন, পাকিস্তানের ঘুম ওড়াতে ভারতের সেনার হাতে যেসব বিধ্বংসী মিসাইল রয়েছে। রেঞ্জ কত জানেন?

চীন, পাকিস্তানের ঘুম ওড়াতে ভারতের সেনার হাতে যেসব বিধ্বংসী মিসাইল রয়েছে। রেঞ্জ কত জানেন?

নিউজ ডেস্কঃ ভারতের সেনাবাহিনীর কাছে প্রচুর যুদ্ধাস্ত্র রয়েছে। বিশেষ করে সমতলে যুদ্ধ করার জন্য ভারতকে সবসময় তৈরি হয়ে থাকতে হয়। কারন চীন এবং পাকিস্তানের মতো দেশ থাকার কারনে সর্বদা সজাগ থাকতে হয়। সেই কারনে ট্যাংকার থেকে শুরু করে আর্টিলারি গান প্রচুর পরিমাণে রয়েছে ভারতের সেনাবাহিনীর হাতে। তবে আর্মির আর্টিলারি গানের দাম বা রেঞ্জ সম্পর্কে অনেকেরই ধারণা নেই।

ইন্ডিয়ান আর্মির বিভিন্ন আর্টিলারি গান গুলোর নাম, দাম, ও রেঞ্জ সম্পর্কে একটি লিস্ট দেওয়া হল:-

নাম                         দাম                              রেঞ্জ km
——-                    ——                           ———–
সারাং                     ৭৭ লাখ                           ৩৬

ধনুষ                      ১৪ কোটি                         ৩৮

ATAGS                 ২০ কোটি                         ৪৮

M777                   ৩৫ কোটি                         ৩০

K9                        ৪৫ কোটি                         ৪৮

হিসেব অনুসারে এই মুহূর্তে যদি ভারত ৫ বিলিয়ন ডলার খরচ করে তাহলে ইন্ডিয়ান আর্মির কাছে ১০০০ সারাং গান, ৫০০ ধনুষ , ৫০০ ATAGS, ২৫০ M777 ও ১৫০ K9 থাকবে সাথে বর্তমান ফ্লীটের ৪০০ বোফরস গান, ২০০০ ফ্লীড গানস এবং ১৪৫ M777 ও ১০০ K9 বজ্র যুক্ত করুন। ভাবতে পারছেন এক ঝটকায় ইন্ডিয়ান আর্মির ফায়ার পাওয়ার কোথায় পৌঁছাতে পারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *