বাস্তুতান্ত্রিক মূল্য :বাস্তুতন্ত্র আমাদের জীববৈচিত্র্যকে নির্ভর করে গড়ে ওঠে। কারন একই বাস্তুতন্ত্রের বিভিন্ন জনগোষ্ঠী পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। তাই বাস্তুতন্ত্রের যেকোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ, সংশ্লিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা। এরজন্যেই বাস্তুতন্ত্রের সার্বিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্রের গুরুত্ব অসীম। কারন জীববৈচিত্র্যই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করে।
অর্থনৈতিক মূল্য : মানুষ তার খাদ্য ও স্বাস্থ্য রক্ষার জন্য জীববৈচিত্রের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। কারন উদ্ভিদ প্রজাতি মানুষের সব চাহিদার যোগান দেয় যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির ওপর নির্ভর শীল। তাই উদ্ভিত প্রজাতি আমাদের জীবন ধারণে বিশেষ ভূমিকা পালন করে।
পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্য : পরিবেশ দূষণ দিন দিন বেড়েয়ে চলেছে।এই পরিবেশ দূষণের ফলে একটি বড়ো সমস্যা হল বিশ্ব উষ্ণায়নে যার প্রধান কারনই হচ্ছে সবুজ উদ্ভিদের ধ্বংস।তাই পরিবেশ দূষণ রোধ করতে জীবমন্ডলের সার্বিক সংরক্ষণ ও কার্যকারিতা বজায় রাখা একান্তভাবে প্রয়োজন।
নৈতিক মূল্য : জীববৈচিত্র্যের বিনাশ মানে বাস্তুতন্ত্রের বিনাশ।তাই আমাদের প্রত্যেকের কর্তব্য যে জীববৈচিত্র্যের সংরক্ষণ করা।জীববৈচিত্র্যের সংরক্ষণ এর জন্য সবার আগে জীববৈচিত্র্যের সংরক্ষণ ও গুরুত্ব সম্বন্ধে মানুষজনকে সচেতন করে তোলা দরকার।
এই চলচ্চিত্রটি প্রধানত কর্ণাটকের জনগন, সরকার এবং বন বিভাগের জীবসংরক্ষণের জন্যে প্রশংসা করেছে।বিশেষ করে এই ছবিটিতে কর্ণাটকের বাঘ ও হাতি বাঁচানোর জন্য কর্ণাটক সরকারের প্রচেষ্টাকে আলোকপাত করেছে।
“ওয়াইল্ড কার্নাটাকা” এর সংগীতটি ইংরাজিতে সুর দিয়েছেন স্যার ডেভিড অ্যাটেনবারো, হিন্দিতে সুর দিয়েছেন রাজকুমার রাও, তামিল বা তেলেগু ভাষায় সুর দিয়েছেন প্রকাশ রাজ, কন্নড় ভাষায় সুর দিয়েছেন রিশাব সেট্টি এবং মন্ত্রমুগ্ধ রিমিক্স দিয়েছেন গ্র্যামি উইনার রিকি কেজ।