নিউজ ডেস্কঃ আমেরিকার হাতে থাকা যুদ্ধবিমান গুলি পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান তা আর নতুন কর কিছু বলার নেই। তবে এফ সিরিজের বেশ কিছু যুদ্ধবিমান যে ৪ দশক আগে তৈরি হয়েছে। যা শত্রুপক্ষকে যথেষ্ট চাপে রেখেছে। আর সেই কারনে এই যুদ্ধবিমান গুলি আমেরিকা ছাড়াও বেশ কিছু দেশের বায়ুসেনায় দেখা গেছে।
৮০ দশকে সার্ভিসে আশা এফ ১৮ যুদ্ধবিমান গুলি আজও পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান। আমেরিকা ছাড়াও স্পেন, অস্ট্রেলিয়ার মতো দেশের বায়ুসেনাতে দেখা গেছে এই যুদ্ধবিমান। সবরকম আবহাওয়ায় এই যুদ্ধবিমান লড়তে পারে। এই যুদ্ধবিমানের মতো বিধ্বংসী হামলা করা যুদ্ধবিমানের জুড়ি মেলা ভার।