নিউজ ডেস্কঃ ভারতের পর এবার গ্রীসকে ফাইটার জেট বিক্রয় করবে ফ্রান্স। পাকিস্তানের বন্ধু তুরস্কের সাথে দীর্ঘদিনের অশান্তি রয়েছে তুরস্কের। গ্রীক সংবাদপত্র প্যারাপলিটিকার রিপোর্ট অনুযায়ী গ্রীস ফ্রান্সের কাছ থেকে মোট ১৮ টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয় করবে। যার মধ্যে ১০ টি নতুন F-3R ভার্সন হবে এবং ৮ টি পুরোনো রাফায়েল ফ্রান্স এয়ারফোর্স গ্রীস কে গিফট করবে।
বর্তমানে তুরস্ক ও গ্রীসের মধ্যে বিরাট ঝামেলার সৃষ্টি হয়েছে, যদিও ঐতিহাসিক ভাবেই গ্রীক ও তুর্কীরা পরস্পর শত্রু। গ্রীস এর বিমান বাহিনীতে আমেরিকার ১৫০+ F-16 ও ৪০+ মিরাজ-২০০০ রয়েছে।
ফ্রান্স ও এক স্কোয়াড্রন রাফায়েল গ্রীসে মজুত রেখেছে, পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী গ্রীস কে সাহায্য করতে কিছু F-16 পাঠিয়েছে। বর্তমানে আমেরিকার সাথে ঝামেলার জন্য তুরস্ক তাদের বিমান বহরে থাকা ব্লক ৫২ এর F-16 গুলোকে আপগ্রেড করতে পারছে না। এই এলাকায় পাকিস্তানের নতুন বন্ধু তুরস্ক বেশ চাপে আছে।
কিছুদিন আগেই তুরস্ককে শিক্ষা দিয়েছে ইসরায়েল। সবঠিক থাকলে একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছে তুরস্ক।