নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাবাহিনীর যে বিরাট পরিমাণে উন্নতি হতে চলেছে তা ভারত-চীন সংঘর্ষের পর ই আভাস পাওয়া গিয়েছিল। আর সেই কারনে ভারতের একাধিক প্রোজেক্ট ঘোষণার পাশাপাশি বন্ধ হয়ে বা ঝুলে থাকা অনেক কাজই তাড়াতাড়ি বা গতি এসেছে বলে মনে করা হচ্ছে। ভারতের বায়ুসেনা থেকে শুরু করে ভারতের নৌসেনার ক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক প্রোজেক্টের পাশাপাশি বিরাট পরিমাণে বাজেট ঘোষণা করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রক মোট ২৮,০০০ কোটি টাকার ($3.7Bn) প্রোজেক্ট ঘোষণা করেছে। এর মধ্যে ৬টি এ ৩২০ এ্যওয়াক্স সহ, ৬টি পরবর্তী প্রজন্মের অফশোর প্যট্রল ভেসেল্স ও সেনা বাহিনীর জন্য মডিউলার ব্রীজ ক্রয় করা হবে। এরপর ক্যবিনেট কমিটি অন সিকিউরিটি অনুমোদন করলেই এগুলি তিনবাহিনীর জন্য অর্ডার হবে।