চীনের বিরুদ্ধে লড়তে কোরিয়া সবসময় প্রস্তুত রাখে তাদের এই ভয়ংকর যুদ্ধবিমানটি। দেখুন এর বিধ্বংসী ক্ষমতা

চীনের বিরুদ্ধে লড়তে কোরিয়া সবসময় প্রস্তুত রাখে তাদের এই ভয়ংকর যুদ্ধবিমানটি। দেখুন এর বিধ্বংসী ক্ষমতা

নিউজ ডেস্কঃ কোরিয়া। দেশটির বেশিরভাগই আমেরিকার উপর নির্ভরযোগ্য। একাধিক ক্ষেত্রে এই দেশ বেশ প্রশংসা লাভ করেছে। ডিফেন্সের ক্ষেত্রেও বেশ উন্নতি করেছে তারা।

টি ৫০ গোল্ডেন ঈগল। দক্ষিণ কোরিয়ার এই যুদ্ধবিমানটি একক ইঞ্জিন বিশিষ্ট ৪৩ ফুট লম্বা। ২০০২ সালে প্রথমবার আকাশে দেখা গেলেও ২০০৫ সালে এটি কোরীয় বিমানবাহিনীতে যোগ দেয়। এটি মূলত প্রশিক্ষণ কাজের জন্য বানানো হলেও ছোটোখাটো সামরিক অভিযানের ক্ষমতা রয়েছে।

আসলে এটি আমেরিকার এফ ১৬ ফ্যালকনের একটি নিচুমানের কোরীয় সংস্করণ।  তবে এটি কোরীয় বিমানবাহিনী ছাড়াও ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড বিমানবাহিনীতে দেখা যায়। এটি ১৫০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে প্রায় ৪৮০০০ হাজার ফুট পর্যন্ত উড়তে সক্ষম। বেশ রকেট এবং বোম্ব বহনে সক্ষম  এই বিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *