গর্বের বিষয়। আমেরিকার যুদ্ধবিমানের জন্য এবার পার্টস তৈরি করবে দেশীয় কোম্পানি

গর্বের বিষয়। আমেরিকার যুদ্ধবিমানের জন্য এবার পার্টস তৈরি করবে দেশীয় কোম্পানি

নিউজ ডেস্কঃ ভারতীয় প্রাইভেট ফার্ম ডায়নামিক টেকনোলজিস পার্টস তৈরি করবে আমেরিকার বোয়িং এর T 7 A রেড হক ট্রেনার বিমান এর জন্য। মার্কিন বায়ু সেনার স্টেলথ ফাইটার পাইলট দের প্রশিক্ষণ দেবার উদ্দেশে তৈরী হচ্ছে এই বিমান।

ব্যাঙ্গালোর প্রধান দপ্তরে কোম্পানীর মুখপাত্র জানিয়েছিলেন যে বোয়িং সাব T 7A প্রোগ্রাম এর জন্য টুলস দেবার জন্য তারা নির্বাচিত হয়েছেন। পার্টস গুলো স্ট্যাটিক ও ফেটিগ টেস্টিং কন্ট্রোল সারফেস এর জন্য রেড হক প্রোগ্রাম এর। কোম্পানি CEO ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয়ন মালহোত্রা বলেন তারা বোয়িং পি 8 আই বিমান ও চিনুক ch 47 হেলিকপ্টার এর পার্টস তৈরি করেন বর্তমানে।

আমরা গর্বিত বোয়িং এর এই প্রোগ্রামে সামিল হতে পেরে তিনি জানান , T 7A রেড হক এক এডভান্স ট্রেনার USAF এর তাদের বায়ু সেনাকে পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের বিমান চালক দের প্রশিক্ষণ উদ্দেশ্যে, কোম্পানী মুখপাত্র জানান।

অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি প্রয়োগ করে আর ডিজিটাল ভাবে এটা Usaf এর ই সিরিজ কোডিং টেস্টিং ও ডিজাইন সঙ্গে মিল রাখা হচ্ছে,এক নতুন ডিজিটাল প্লাটফর্ম ব্যাবহার হচ্ছে সময় বাঁচানোর পাশাপাশিও মূল্য কমানোর জন্য। বোয়িং সাব T 7A রেড হক প্রোগ্রাম যা T X নামে পরিচিত মার্কিন বোয়িং এবং সুইডেন এর saab AB কোম্পানির মধ্যে যৌথ সহযোগিতায় এক অত্যাধুনিক ট্রেনার তৈরীর পাশাপাশি অত্যাধুনিক ফাইটার বিমান পাইলট দের প্রশিক্ষণ ই এর প্রধান উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *