অভিনব ফটোশ্যুটে অনিল কন্যা সোনাম কাপুর

অভিনব ফটোশ্যুটে অনিল কন্যা সোনাম কাপুর

ওয়েব ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হলেন সোনম কাপুর। অভিনয় জীবন শুরু করার আগে সোনম সঞ্জয় লীলা বনসলির সহকারী হিসেবে কাজ করতেন। ব্ল্যাক (২০০৫) ছবিটি তৈরি হওয়ার সময় তিনি সহযোগীর ভূমিকায় ছিলেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রনবীর কাপুরের সঙ্গে বনসলির সাওয়ারিয়া (২০০৭) ছবিতে, যা বক্স অফিসে খুব ভালো ফল করেনি। তবে বেশিরভাগ সমালোচক তার অভিনয়ের প্রশংসা করেছিলেন।

২০০৯ সালে সোনম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওমপ্রকাশ মেহেরার দিল্লি ৬ -এ অভিনয় করেন। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায় কিন্তু সোনামের অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছিল।

২০১০ সালে সোনম পুনিত মালহোত্রার আই হেইট লাভ স্টোরিজ -এ ইমরান খানের বিপরীতে অভিনয় করেন । ছবিটি সোনমের প্রথম বক্স অফিস সাফল্য। ২০১১ সালে সোনমের প্রথম ছবি থ্যাংক ইউ মাঝারি মানের ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা পায় নি। এবছরই সোনম ভারতে এল ও রিয়েল এর পরিবেশক হিসেবে ৬৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন।

তিনি তাঁর কর্মজীবনে প্রায় দুই বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন। তিনি ‘নিরজা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হন। ২০১৮ সালের ৮ মে তিনি ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এখন সেভাবে ছবিতে কাজ করতে না দেখা গেলেও বেশ একটিভ তিনি সোশ্যাল মিডিয়াতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *