ফটোশ্যুটে বলি ডিভা শিল্পা শেঠী

ফটোশ্যুটে বলি ডিভা শিল্পা শেঠী

ওয়েব ডেস্কঃ শিল্পা শেঠী কুন্দ্রা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০ টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধাড়কান (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন। তার ছোট বোন শমিতা শেঠীও একজন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কাজ করছেন।

১৯৯৩বাজীগর,আও প্যায়ার কারে, ম্যায় খিলাড়ি তু আনাড়ি,হাথকাদি ,মি. রোমিও , ছোটে সরকার , হিম্মত , সহসা বিরুদু সাগারা, তরকিব, গার্ব ,খামোশ খউফ কি রাত প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।

বর্তমানে সেভাবে অভিনয় করতে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ শিল্পা।

https://www.instagram.com/p/CGO_OjPh6eR/

https://www.instagram.com/p/CGrKSIvBy_3/

https://www.instagram.com/p/CG9-rZFh7iV/

https://www.instagram.com/p/CFL6ChcBdYU/

https://www.instagram.com/p/CFGvuhoho0b/

https://www.instagram.com/p/B55ha9uhHRz/

https://www.instagram.com/p/B41t4Z3BaSs/

https://www.instagram.com/p/B4kpUuOBNao/

https://www.instagram.com/p/B38nPQ_BMGP/

https://www.instagram.com/p/B37qiZsh3IC/

https://www.instagram.com/p/B3teKciBbCi/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *