ওয়েব ডেস্কঃ রিয়্যালিটি শো থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল টিভি রিয়্যালিটি শো থেকে। “নাচ ধুম মাচালে” থেকে উঠে আসা এই নায়িকা এখন বাংলা চলচ্চিত্র জগতকে বেশ কয়েকটি হিট ছবি ইতিমধ্যেই দিয়েছেন। টেলিভিশান ক্যারিয়ারে তাঁর প্রথম কাজ “ঘর সংসার”। এরপর টার্গেট, হ্যাংওভার, পাপির মতো ছোট ছবিতে কাজ করেছেন তিনি।
২০১২ সালে তা রিলিজ করা প্রথম বড় বাজেটের ছবি হল “আওয়ারা” যেখানে জিতের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে। এরপর তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে “বিন্দাস”, “হিরোগিরি” “পাওয়ার ” কেলোর কীর্তি ব্যোমকেশ পর্ব” এর মতো ছবি দিয়েছেন। সিনেমা এবং ড্যান্সের পাশাপাশি বেশ একটিভ তিনি সোশ্যাল মিডিয়াতেও।
https://www.instagram.com/p/CGrLk8AnGIG/
https://www.instagram.com/p/CGmBQKdnIuJ/
https://www.instagram.com/p/CGZBLhrHdJM/
https://www.instagram.com/p/CFq9fpznVtd/
https://www.instagram.com/p/CFHfjHWnuhb/
https://www.instagram.com/p/CE8w1aWnBzj/
https://www.instagram.com/p/B6KXsbIHn81/
https://www.instagram.com/p/B5xm8gqnQa4/