ওয়েব ডেস্কঃ ২০০৭ এ মিস ফেমিনা মিস ইন্ডিয়া বিউটি পেজেন্টির দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন এশা গুপ্তা। এরপর ইমরান হাস্মির বিপরীতে “জান্নাত ২” দিয়ে বলিউডে ডেবিউ করেন এই মডেল কাম অভিনেত্রী। এছাড়াও মিস ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টেও অংশগ্রহন করেন তিনি। ২০১০ সালে ক্যালেন্ডার গার্ল ও নির্বাচিত হন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই তিনি তাঁর সাহসিকতার পরিচয় দেন।
https://www.instagram.com/p/CBSceXgJrL1/
https://www.instagram.com/p/CBscS3KJop6/
https://www.instagram.com/p/CCGB4ILpg94/
https://www.instagram.com/p/CCsZ8LRpOSD/
https://www.instagram.com/p/CFRAkL6pBBy/