নিউজ ডেস্কঃ চীনের সেনারা কতোটা শক্তিশালী বা দক্ষতা আছে তা একাধিকবার সকলের সামনে এসেছে। বিভিন্ন দেশের শান্তিরক্ষার জন্য সেনা পাঠায় বিভিন্ন দেশ।
ইউনাইটেড নেশনের শান্তিরক্ষা বাহিনী বিশ্বের প্রতিটি দেশের সেনাবাহিনীই কাজ করে। কিন্তু সুদানের টেরোরিস্ট দের সামনে পড়ে শান্তিরক্ষা বাহিনী তে কাজ করা চীনা সেনারা ভয়ে পালিয়ে গিয়েছিল।
সময় টা ২০১৫ সালের জুলাই মাসের, দক্ষিণ সুদানের জুবা নামক এলাকায় কিছু সিভিলিয়ান দের প্রটেকশনের দায়িত্ব দেওয়া হয় চাইনিজ আর্মি কে। হঠাৎ জঙ্গিদের আক্রমনে দিশেহারা হয়ে চাইনিজ আর্মি ভয়ে পালায়, চীনের সেনারা তাদের গান, অ্যমো এমনকি সিভিলিয়ান দের ও না বাচিয়ে নিজেরা পালিয়ে যায়। তখন সেই এলাকা পুনোরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়ান আর্মির কুমায়ন ডিভিশনের ৭ ব্যটেলিয়ন কে, যারা শুধু জঙ্গিদের দের ভাগিয়ে দেয় তাই নয় বরং চাইনিজ সেনাদের রক্ষা করে।