সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের ময়দানে লড়বে এবার অত্যাধুনিক এই রোবট

সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের ময়দানে লড়বে এবার অত্যাধুনিক এই রোবট

নিউজ ডেস্কঃ  ভারতীয় সেনাদের হাত যে একাধিক উন্নত মানের যুদ্ধাস্ত্র আসতে চলেছে তা একাধিকবার প্রমান হয়েছে। লাদাখে চীন-ভারত অশান্তির পর ভারতের হাতে ইতিমধ্যে একাধিক উন্নত মানের যুদ্ধাস্ত্র এসে পৌঁছেছে। তবে ভারতীয় সেনার হাতে যে আরও একাধিক অত্যাধুনিক আধুনিক মানের অস্ত্র আসবে তা পরিষ্কার হয়েছে।

ভারতীয় সেনার জন্য DRDO ও L&T তিন ধরনের মিলিটারি রোবট তৈরি করেছে:—-

Ballbot:– এটি মূলত একটি ছোট সারভিলেন্স প্ল্যাটফর্ম। একে মূলত ডিজাইন করা হয়েছে কাউন্টার ইন্টালিজেন্স ও কাউন্টার টেরোরিজম এর জন্য।

Sentry:– এটি মূলত মিডিয়াম সাইজের রোবট, যা আরবান এরিয়া তে সারভিলেন্স ও পেট্রোলিং এর জন্য ব্যবহৃত হয়।

Mini UGV:– মিডিয়াম সাইজের এই রোবট টি কেমিক্যল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যল ও নিউক্লিয়ার স্যম্পেল কালেকশন ও ডিটেকশনে ব্যবহৃত হয়। তবে এছাড়াও অন্যান্য কাজেও এই রোবট ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *