কোনওরকম ঝুঁকি নয়। -৪০ ডিগ্রীতে চীনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ভারতীয় সেনা

কোনওরকম ঝুঁকি নয়। -৪০ ডিগ্রীতে চীনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ভারতীয় সেনা

নিউজ ডেস্কঃ  চীনের বিরুদ্ধে লড়তে একটুও পিছুপা হবেনা ভারতীয় সেনাবাহিনী। তা ইতিমধ্যে আকারে ইঙ্গিতে বোঝানো হয়েগেছে চীনকে।  সামনেই শীত আসছে!

কোনো রকম ঝুকি নেবে না ভারতীয় সেনা।

যে অঞ্চলে চীনের সাথে ঝামেলা সেই হব অঞ্চলে শীতে উষ্ণতা থাকে -৪০ থেকে -৫০ডিগ্রী সেন্টিগ্রেট। সেই কঠর শীত থেকে বাঁচার জন্য স্পেশাল টেন্টের ব্যবস্থা আর রেশানের পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। বলতে ভালো লাগছে সরকার সেনাদের সূরক্ষায় অনেক দূরব্যাপী পরিকল্পনা করেছে। আর লজেস্টিক সাপোর্টে কোনো খামতি রাখছে না। চিন্তা নেই। ভারতের সেনারা এই সব শীতের সাথে বন্ধুত্ব করেছে কয়েক দশক আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *