নিউজ ডেস্কঃ দেশের বাইরে সামরিক সামরিক শক্তি বাড়াতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র স্যেশেলসের সঙ্গে চুক্তি করেছিল ভারত। হর্ন অব আফ্রিকা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দক্ষিণে, অ্যাসাম্পশন আইল্যান্ডে ভারতীয় সামরিক পরিকাঠামো বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছিল স্যেশেলসের ক্যাবিনেট। ২০১৫ সালে দু’দেশের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।
ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর স্যেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় গিয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন। স্যেশেলসের শাসক এবং বিরোধী, দুই দলই এই চুক্তিকে সমর্থন করেছে। ফলে চুক্তিতে স্যেশেলস পার্লামেন্টের সিলমোহর ও রয়েছে।
ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে পূর্বে এবং পশ্চিমে অনেকগুলি দেশের সঙ্গেই যোগাযোগ বাড়াচ্ছে ভারত।দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থাৎ ভারত মহাসাগরের পূর্বাংশে ভিয়েতনাম, ব্রুনেই এবং ফিলিপাইনে ভারতীয় নৌসেনার নিয়মিত উপস্থিতি রয়েছে। ভারত মহাসাগরের পশ্চিমাংশেও একইভাবে সামরিক উপস্থিতি সুনিশ্চিত করতে স্যেশেলস এবং মরিশাসের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লী।