যমজ ভাইবোন নয় অথচ অবিকল একইরকম দেখতে মানুষ। ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীতে, শুধু তাই নয় একই শহরে খোদ কলকাতায়। ভ্রান্তিবিলাস নয়, নয় কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের বলিউডি মেলোড্রামাটিক পুনর্মিলন। নেহাতই কাকতালীয় সমাপতনে সমসদৃশ মানুষগুলোর ঘটনার ঘনঘটায় জড়িয়ে পড়ার গল্প -‘ক্লোন’। ইম্প্যাট প্রযোজনা সংস্থার প্রয়াস স্বল্পদৈর্ঘ্যের ছবি।
ক্লোন -শব্দ টা শুনলেই কেমন একটা রোমাঞ্চ হয়, তাই না? তারপর আবার লভ্, ক্রাইম, অ্যাকশন, ড্রামায় যদি ভরপুর হয় ছবি। প্রীতম এম আর অর্ণব মুখার্জির যৌথ পরিচালিত ছবির গল্পে এমনই টুকরো টুকরো ঘটনার কোলাজ।
ছবিটি নিবেদন করছেন সুপার এক্সপোস। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করছেন রাহুল ব্যানার্জি আর ভিনিতা চ্যাটার্জি।
পরিচালক প্রীতমের লেখা “এমনও হয় …..!” গানটি গল্পের সঙ্গে খুব প্রাসঙ্গিক। আর নচিকেতা চক্রবর্তীর কন্ঠ এই গানে যোগ করেছে এক অন্য নাটকীয় মাত্রা।গানটির সুর করেছেন রাজর্ষি সেনগুপ্ত। প্রীতম, রাজর্ষি আর অর্ণব ট্রায়োর বহুদিনের বন্ধুত্ব এবার ছবির তৈরির ময়দানে কেমন ম্যাজিক তৈরি করে সেটাই দেখার। খুবই আশাবাদী প্রযোজক পৌলমি বিশ্বাস ।