সুমিত, কলকাতাঃ বলুন তো কলকাতার টপ মডেলের নাম কি। বলুন তো কলকাতা থেকে ওঠা কিছু মডেলের নাম। বলুন তো কলকাতার প্রথম সারির কিছু ফ্যাশান ডিসাইনারের নাম। প্রশ্ন গুলি একটু কেমন লাগছে তাই না! আসলে প্রশ্নগুলি একটু অন্যরকম সেই কারনে! কি বলুন তো আমরা যতই বলিনা যে ড্রেস থেকে শুরু করে হাঁটাচলা অনেকসময় ফাস্ট ওয়ার্ল্ড দেশগুলিকে অনুসরন করতে চাই। আমরা কিন্তু তা করে উঠতে পারিনা। কারন টা কি জানেন? কারন একটাই প্রচার।
হাতে গোনা কয়েকটা কস্টিউম ডিসাইনার এবং মডেলের নাম আমরা জানি। আর বাকিদের নাম বলতে গেলে আটকে যাই। আসল কারনটা অন্যরকম। যারা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের নামই আমাদের বোধগম্য বাকিদের নাম আমরা সেভাবে বলতে পারিনা, কারন তাদের সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি প্রচারটাই নেই।
সুলগ্না নামটা অনেকটা ওরকম। বর্তমানে বেশ প্রচার পেয়েছেন। তবে এই জগতে রয়েছেন বহু বছর ধরে। নামটা সেভাবে এখন টলি ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে। তবে অনেকেরই জানানেই। আবার টলি ইন্ডাস্ট্রিতে অনেকেই এক নামে চেনেন। কারন আজ বহু টলি অভিনেত্রী থেকে শুরু করে প্রচুর ছবিতে কাজ করেছেন সুলগ্না। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে প্রীতম দাসগুপ্ত, অরিন্দম শিলের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। মণিহারা, আবর্ত, এবার শবর, সাহেব বিবি গোলাম, শান্তিলাল ও প্রজাপতি, বুনো হাঁস এর মতো প্রচুর ছবিতে তিনি কস্টিউম ডিসাইনারের কাজ করেছেন। প্রায় ১১ বছরের কাছাকাছি কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে।
টপ মডেল থেকে শুরু করে একাধিক অভিনেত্রীকে স্টাইল করেছেন সুলগ্না চৌধুরী। ২০০৭ এ সুলগ্নার ফ্যাশান শো এর শো স্টপার ছিল লক্ষ্মী মিত্তালের মতো মানুষ। পাশাপাশি প্রসেনজিত চট্টোপাধ্যায়ের মতো মানুষকে একাধিক ছবির জন্য স্টাইল করেছেন।
অভিনেতা অভিনেত্রীদের তালিকাটাও ছোট নয়। পাওলি দাম থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায় এর মতো অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন সুলগ্না।