নিউজ ডেস্কঃ পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশে শিক্ষকদের অবদান খুবই গুরুত্বপূর্ণ এবং তাই তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্যই ছাত্রছাত্রী প্রতিবছর শিক্ষক দিবস পালন করে থাকে।তবে বর্তমান পরিস্থিতি অর্থাৎ কোভিড ১৯ এর জন্য মানুষের জীবনের সাথে সাথে সামাজিক পরিকাঠামোর মধ্যেও পরিবর্তন এসেছে।তাই এই সামাজিক পরিকাঠামোগুলির মধ্যে একটি হল শিক্ষা ব্যাবস্থা।ইতিমধ্যে আমরা জানি যে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ভার্চ্যুয়াল ক্লাস করাছেন ছাত্রছাত্রীদেরকে।তাই শিক্ষাব্যবস্থায় আমরা এক নতুন মাত্রা দেখতে পাচ্ছি।ঠিক তেমনি শিক্ষক দিবস পালনের জন্যে এক নতুন মাত্রা দিলেন এম পি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাইমারি সেকশনের ক্লাস ফোরের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন।
শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর জন্য তারা আয়োজন করেছিলেন একটি অনুষ্ঠান যেটি সম্পূর্ণ ভার্চ্যুয়ালি হয়েছে।এবং এটি ৫ই সেপ্টেম্বর সকাল ৮ঃ৩০ থেকে ‘এম পি বিড়লা ফাউন্ডেশন গুরু বন্দনা ২০২০’ ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়।এই অনুষ্ঠানটি ছাত্রছাত্রি এবং অভিভাবকরা মিলে আয়জন করেছিলেন। ২৫ জন অভিভাবক অক্লান্ত পরিশ্রম করে প্রায় ২০০জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করেছেন শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য।তাই এই প্রথমবার এইভাবে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন সেকেন্ডারি স্কুলের প্রাইমারি সেকশনের ক্লাস ফোরের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন।