নিউজ ডেস্কঃ কাশ্মীরে ৩৭০ ধারা ওঠানোর পর থেকে থেকে জঙ্গি কার্যকলাপ যে কমেছে তা বলাই বাহুল্য। তবে ভারতীয় সেনার তৎপরতায় বেশ কিছু জঙ্গিদের পথে আনতে পেরেছে তারা।
কাশ্মীরে জঙ্গি বিরোধী অপারেশনে বিরাট সফলতা পেয়েছে ইন্ডিয়ান আর্মি। সোফিয়ানের কিলোরা তে চার পাকিস্তানি সমর্থিত আল-বদর জঙ্গিকে ক্ষতম করেছে আর্মি। আরেক জঙ্গি মৃত্যু ভয়ে আত্মসমর্পণ করেছে।
এই দলটি কাশ্মীরে পঞ্চায়েত প্রধানদের হত্যার কাজে বিশেষভাবে জড়িত ছিল। মৃত জঙ্গিদের মধ্যে জেলা কমান্ডার শাকোর প্যারি এবং শাকিল বাট ও রয়েছে। এরাই মূলত পঞ্চায়েত প্রধান দের উঠিয়ে নিয়ে গিয়ে খুন করত।