সুমিত, কলকাতাঃ পথের পাঁচালি, অপুর সংসার, সোনার কেল্লা, হীরক রাজার দেশে, চারুলতা, মহানগর। এই ছবি গুলির কথা বললে সবার আগে কি মাথায় আসে আমাদের বলুন তো? সত্যজিৎ রায়। তাঁর অসাধারন কাজের তালিকা। আর খুব সহজ করে বললে উইকিপিডিয়াতে গিয়ে সাধারন মানুষ তাঁর নোটেবেল কাজের তালিকাতে পাবে। তবে বলুন তো এই এই অসাধারন কাজের স্বাক্ষি কি?
সোনার কেল্লা থেকে শুরু করে হীরক রাজার দেশে। যেসব ছবি বানানো হয়েছিল তাঁর একাধিক অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রীরা আজ নেই। অর্থাৎ আর পাওয়া যাবেনা। সেখানে দাড়িয়ে একটা কথা ভেবে দেখুন যে ভারতীয় চলচ্চিত্র জগতে একমাত্র পরিচালক যে অস্কার জিতেছিলেন। অর্থাৎ বাঙালি থেকে শুরু করে গোটা ভারতীয়দের কাছে একটা সম্পদ। আর এই সম্পদের কোনও কিছু জানতে পারলে বা নিজেকে স্বাক্ষি রাখতে পারলে কতটা খুশী হতেন? আজকের ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে দাড়িয়ে সত্যজিৎ রায়ের কোন সাক্ষাৎকার যদি দেখা যেত তাহলে কেমন হত? ভেবে দেখেছেন কখনও কথাটা? আসলে সিনে প্রেমি মানুষেরা তাঁর এই সাক্ষাৎকার ইউটিউবে খুঁজেছেন, কিন্তু সংখ্যা খুব কম, তাও খুবই খারাপ অবস্থা সেই ভিডিও গুলির।
এককথায় ভালো ভিডিও পাওয়া অনেকটা অসম্ভব ব্যাপার। তাই তাঁর কাজের স্বাক্ষি যারা তাদেরকে নিয়েই এক নতুন প্রয়াস করলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। সত্যজিৎ রায়ের কাজের স্বাক্ষি যারা তাদেরকে নিয়ে একটা ওয়েব সিরিজ। এককথায় সত্যজিৎ রায় সম্পর্কে যাদের অনেক জানার ইচ্ছে। অনেক অজানা গল্প নিয়েই এই ওয়েব সিরিজ। অচেনা মানিক। মানিক অর্থাৎ সত্যজিৎ রায়ের অনেক অজানা গল্পের খোঁজ পাবেন এখানে। টেকনো ইন্ডিয়ার এক প্রয়াস। মমতা শঙ্কর থেকে শুরু করে কুশল চক্রবর্তীকে দেখা যাবে এই ওয়েব সিরিজে।
https://youtu.be/lz8VatOwox0