পুজোতে এবার নতুন রুপে দর্শকদের সামনে হাজির হলেন কোয়েল মল্লিক। দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দর্শকদের সামনে নিয়ে এল মিতিন মাসির অফিশিয়াল ট্রেলার। প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি বইয়ের পাতা থেকে এবার সরাসরি এবার বড় পর্দায়। যার পরিচালনা করছেন অরিন্দম শীল।
গোয়েন্দার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কোয়েল মল্লিককে। যেখানে কিছু অ্যাকশানের ছবিতে দেখা যাবে তাঁকে। ট্রেলারে দেখা যাচ্ছে স্কুল থেকে ফেরার সময় অপহৃত হয় অবাঙালি পরিবারের সন্তান রৌনক। হুমকি দিয়ে ফোন আসতে থাকে তার বাবা মায়ের কাছে। বলা হয় পুলিশকে কোনও ভাবে জানালে আর সুস্থ অবস্থায় ফেরত পাবেনা রৌনককে। বাবা মা অথৈ জলে। তারপর মিতিন মাসির দ্বারস্থ হয় রৌনকের বাবা মা। আর মিতিন মাসি যেখানে সেখানে রহস্যের গন্ধ থাকবেনা তা কি করে হয়?
তবে সব রহস্যের জট আসতে আসতে খুলবে প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় ওরফে মিতিন মাসি। এর সাথে কিছু অ্যাকশানের দৃশ্য আসবে দর্শকদের সামনে।
আগামি ২ অক্টোবর ক্যামেলিয়া প্রডাকশানের ব্যানারে মুক্তি পাবে এই ছবি। যেখানে কোয়েল ছাড়াও অভিনয় করতে দেখাযাবে জুন মালিয়া, বিনয় পাঠক, রিয়া বনিক, সুভ্রজিত দত্ত সহ আরও অনেকে।